আরও পড়ুন: মোদির সেমি-কন্ডাক্টার মিশনে আইআইটি খড়গপুর’ও, তারা কতগুলো পেটেন্ট পেল জানেন?
মুর্শিদাবাদের সালার থানার টেঁয়া বায়েনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশুসংসদ নির্বাচন। সেই নির্বাচনের দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবে এমন, ছোট ছোট ছেলেমেয়েদের সে কী উৎসাহ।
এই বিদ্যালয়ে মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রী আছে। তাদের ৮০ জনের মধ্যে ৭৭ জন এদিন ভোট দান করে।ল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ৯৬ শতাংশ ভোট পড়ে। মোট ১২ জন প্রতিদ্বন্দ্বী ছাত্র ও ছাত্রীর মধ্যে ইন্টারভিউ নিয়ে ৬ টি পদে ৬ জনকে বেছে নেওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছোট্ট ছোট্ট শিশুদের নির্বাচনে অংশগ্রহণ ও সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে খুশি হয়েছেন শিক্ষকরাও। যে কোনও নির্বাচনে যেমন নির্বাচন কক্ষের প্রবেশ পথ, পোলিং এজেন্ট, পোলিং অফিসার, ভোটদান কক্ষ, ব্যালট বাক্স, প্রস্থান থাকে এখানেও সেই সবকিছু ছিল। প্রিজাইডিং অফিসার সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন। যতটা সম্ভব শিশুদের উপযোগী সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ার প্রার্থী নির্বাচন করা হয়। এই ভোটের মাধ্যমে নির্বাচিত খুদে খাদ্যমন্ত্রীর কাজ হল স্কুলের মিড ডে মিল ঠিকঠাক চলছে কিনা তা দেখা। স্বাস্থ্যমন্ত্রীর কাজ ছাত্রছাত্রীরা ঠিকমতো নখ, চুল কাটছে কিনা বা ‘বেসিক হাইজিন’ মেনে চলছে কিনা তা দেখা। পরিবেশমন্ত্রী স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখার বিষয়টি নজরে রাখে। আর ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ছাত্রছাত্রীরা ঠিকমত শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখছে কিনা তা দেখা।
ছাত্র-ছাত্রীদের মনে ছোট থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে ধারণা তৈরি করতেই এমন উদ্যোগ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পদ্ধতিতেই ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপর শুরু হয় গণনার কাজ। তবে নিজেরা নিজেদের ভোট দান করতে পেরে বেশ খুশি কচিকাঁচারা।
কৌশিক অধিকারী