আরও পড়ুন: প্রাক্তন প্রধানের জন্য স্বাভাবিক জীবনে ফিরল মানসিক ভারসাম্যহীন, কী হল দেখুন
মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর কলোনি এলাকায় বাড়ি মৃত দীপায়ন হালদারের। পরিবারের সদস্যরা বুধবার সকালে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পাশ থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তা আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায়।
advertisement
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ এটা আত্মহত্যার ঘটনা নাকি কেউ হত্যা করেছে ওই যুবককে সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই যুবক কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপায়ন বর্তমানে সেভাবে কোনও কাজ করতেন না। স্ত্রীর সঙ্গে তাঁর বৈবাহিক জীবন ভালই ছিল। কিন্তু হঠাৎই তিনি সংসার ত্যাগ করে চলে যান। তারপর থেকেই ওই যুবক অবসাদে ডুবে যান বলে পরিবারের সদস্যদের দাবি।
কৌশিক অধিকারী