আরও পড়ুন: মাধ্যমিকের পর ডেক্সটপ অথবা ল্যাপটপ কিনবেন ভাবছেন? রইল বাম্পার অফার
খালের উপর অবস্থিত এই সেতু জুড়েছে রাজাপুর করাবেগ, বাটরা, মনসাতলা, ধোসার মতো বেশ কয়েকটি গ্রামকে। স্কুল, কলেজ-সহ নানা প্রয়োজনে এই ব্রিজের উপর দিয়েই পৌঁছতে হয় রাজাপুর করাবে গ্রাম পঞ্চায়েতে। গত কয়েক বছর বেহাল সেতুর উপর বন্ধ হয়েছে ভারী যান চলাচল৷ যার জেরে সাধারণ মানুষের সঙ্গে অসুবিধায় পড়েছেন গাড়ি চালকরা। এই ভাঙা সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়ে অটো, মোটর ভ্যান, টোটোর মত গাড়িগুলি পার হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ বারে বারে প্রশাসনকে জানানো হলেও সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেশ কয়েকবার সেতুটির মাপজোক, মাটি পরীক্ষা হলেও কাজের কাজ কিছু হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, বড় কোনও দুর্ঘটনা ঘটলে তবেই হয়ত টনক নড়বে। হাসপাতাল, ট্রেন ধরা-সহ নানা প্রয়োজনে দক্ষিণ বারাসত পৌঁছনোর জন্য এই সেতুই ভরসা৷ অন্য ভাবে গেলে বেশ কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়৷ এই সেতু ভেঙে পড়লে খুবই সমস্যায় পড়তে হবে৷ এই ব্রিজের পাশ দিয়েই তৈরি করা হয়েছিল বাইপাস৷ সেই বাইপাসের অবস্থা বেহাল। সেখান দিয়ে কোনও বড় গাড়ি যাতায়াত করতে পারে না৷
সুমন সাহা