আরও পড়ুন: সামনেই দোল, অ্যারারুট দিয়ে এই পদ্ধতিতে বাড়িতে ভেষজ আবির তৈরি করুন
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে এমন অভিনব উদ্যোগ দেখা গেল। স্কুলের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরির উদ্যোগে একটি টোটোকে মডিফাই করে তৈরি করা হয়েছে স্টুডেন্টস অ্যাম্বুল্যান্স।
করোনা কালে স্কুল যখন বন্ধ ছিল সেই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে একেবারে বন্ধ হয়ে না পড়ে তাই স্কুলের শিক্ষকদের উদ্যোগে পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাঠ দেওয়া হত। তার জন্যই ওই টোটোতে তৈরি করা হয়েছিল ভ্রাম্যমান স্কুল। তবে বর্তমানে ভ্রাম্যমান স্কুলের প্রয়োজন ফুরনোয় তা এবার অ্যাম্বুল্যান্সের রূপ দেওয়া হল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হিঙ্গলগঞ্জের এই স্কুলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী আছে। এই প্রত্যন্ত এলাকায় যাতায়াত ব্যবস্থা তেমন উন্নতও নয়। জরুরি সময়ে গাড়ি পেতে সমস্যায় পড়তে হয়। স্কুলের কোনও ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে স্কুলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে যাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা যায় তার জন্যই এই ভ্রাম্যমান অ্যাম্বুল্যান্স তৈরি করা হয়েছে। টোটো অ্যাম্বুল্যান্সের মধ্যে রাখা থাকছে বেড, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার। এখান থেকে বহু কৃতি ছাত্র উচ্চমাধ্যমিক পাশ করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রত্যন্ত গ্রাম্য এলাকার স্কুলেও অভিনব উদ্যোগে যেন পথ দেখাল। সব মিলিয়ে হিঙ্গলগঞ্জের স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ।
জুলফিকার মোল্লা