আরও পড়ুন: জন্মান্ধ বলে হয়নি আধার কার্ড, তাই পান না কিছুই! শবর মহিলার লড়াই চোখে জল আনবে
নির্যাতিত মহিলাদের কথা ভেবেই বিশেষ সুবিধা করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। সেখানে নির্যাতিতাকে চিকিৎসা অথবা অভিযোগ জানানোর ক্ষেত্রে কোনওরকম সমস্যায় পড়তে হবে না। কারণ আসানসোল জেলা হাসপাতালে নির্যাতিত মহিলাদের চিকিৎসার জন্য চালু করা হয়েছে ওয়ান স্টপ সেন্টার। যেখানে নির্যাতিত মহিলাদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা রয়েছে। তাছাড়াও, তাঁরা যাতে অভিযোগ জানাতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে এখানে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত , আসানসোল জেলা হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে মহিলাদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে হাজির হয়েছিলেন জেলাশাসক এস পোন্নাবলম। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস। মূলত হাসপাতালে কর্মরত মহিলা স্বাস্থ্য কর্মী, নার্সদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি সেখানে যোগদান করেছিলেন একটি অনাথ আশ্রমের মহিলারাও।
নয়ন ঘোষ