আরও পড়ুন: বর্জ্য প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে চেয়ার, টেবিল! কারা করছে জানলে আরও চমকাবেন
পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ঠাকুরদার আমল থেকেই ঘোষ পরিবারের বিশেষ ভালোবাসা গাছের প্রতি। এই পরিবারের প্রত্যেকেই কমবেশি গাছ লাগানো থেকে পরিচর্যা করতে ভালোবাসেন। তবে শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং উঠোন জুড়ে আছে শতাধিক গাছ। পেশায় শিক্ষক কিন্তু নেশায় গাছ পাগল নির্মাল্য ঘোষ অবশ্য একা কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বলেন, এটা একটা টিম ওয়ার্ক।
advertisement
বাড়িতে মোট কতগুলি গাছ রয়েছে জানতে চাওয়ায় নিজেই ঠাহর করে বলতে পারেননি নির্মাল্যবাবু। অর্কিড, ক্যাকটাস, বিদেশি ফুল এবং দেশি গাছ গাছালি ছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে বনসাইয়ের সংগ্রহ। একজন বিশেষজ্ঞ গার্ডেনার হিসেবে বনসাই তৈরি করে আসছেন বহুদিন ধরে। তিনি জানান বট, ছাতিম, চাইনিজ বট, পাকুর ইত্যাদি গাছকে বনসাই করেছেন তিনি। বনসাই অর্থাৎ একটি বিরাট বৃক্ষকে বামন করে রাখা। তিনি আরও বলেন যে বড় উদ্ভিদকে কম পরিমাণ খাবার এবং কম পরিমাণ পুষ্টি দিয়ে উদ্ভিদটির বাড় বাড়ন্ত কমানো যায়। সঙ্গে যেকোনও ধরনের তারের ব্যবহার করে গাছের ডালপালার বিস্তৃতি নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। গাছের গুড়ি যত মোটা হবে ততই বয়স্ক হবে বনসাই উদ্ভিদটি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে প্রায় নয় থেকে দশ কাঠা জায়গা জুড়ে নির্মাল্য ঘোষ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। পাহাড়ের কোলে তাঁর এই প্রচেষ্টায় এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে নির্মাল্যবাবুর কাছে আছে ‘সেমি সেড’ উদ্ভিদ। অর্থাৎ কম আলোতে যে গাছগুলি ভালভাবে বেড়ে উঠতে পারে। ফ্লাটে অথবা একান্ত যারা থাকতে পছন্দ করেন তাঁরা চাইলেই নিজের ঘরের মধ্যেই এই গাছ রাখতে পারেন।
নীলাঞ্জন ব্যানার্জি