আরও পড়ুন: অত্যাধুনিক হবে ঠাকুরনগর স্টেশন, চোখে জল ব্যবসায়ীদের
এই বেহাল পরিস্থিতিতে সারা দিনে মাত্র দু-একজন পড়ুয়া আসে উত্তর ২৪ পরগনার এই স্কুলে। কোনও কোনও দিন দুপুর ১ টা নাগাদ স্কুলে গেলে দেখা যায় তালাবন্ধ হয়ে পড়ে আছে। অথচ এই স্কুলটি এক সময় রমরমিয়ে চলত। প্রায় আড়াইশো ছাত্রছাত্রী ছিল, পাশাপাশি ৬ জন শিক্ষকও ছিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথম দিকে মিড ডে মিল রান্না হত। ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে রান্না খাবার দেওয়া হত। এরপর ধীরে ধীরে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। আর তাতেই এই স্কুল ছেড়ে অভিভাবকরা সন্তানদের অন্য স্কুলে ভর্তি করতে শুরু করেছেন। এখন এই স্কুলে দু’জন শিক্ষক আছেন। কিন্তু তাঁরা মাঝে মাঝে স্কুলে আসেন, ঘণ্টাখানেক থেকে আবার চলে যান বলে অভিভাবকদের অভিযোগ। অধিকাংশ দিনই বন্ধ থাকে স্কুল। এলাকার মানুষের দাবি, এই স্কুলটা পুনরায় ভালভাবে চালু হোক। আরও শিক্ষক নিয়োগের পাশাপাশি মিড ডে মিল চালু হোক, তাহলে আবার ছাত্র-ছাত্রীরা এই স্কুলে ভর্তি হবে।
জুলফিকার মোল্লা





