আরও পড়ুন: প্রথম পিরিওডে আর নাম ডাকার খাতা নিয়ে আসবেন না স্যার, স্কুলে ঢুকে যন্ত্রে মুখ দেখালেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে!
তবে শুধুমাত্র বাঁশির মাধ্যমে গানের সুর তোলাই নয়, সিরাজ মণ্ডলের বাঁশির শব্দে ভেসে ওঠে একাধিক পখির কলতান। কখনও কোকিল, ঘুঘু, মাছরাঙা, বুলবুলি সহ একাধিক পাখির অবিকল শব্দ বাঁশির সুরে ছড়িয়ে পড়ছে। আর যা দেখে রীতিমতো ভিড় জমাচ্ছেন মেলায় ঘুরতে যাওয়া অনেকেই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেড়াচাঁপার বাঁশি বিক্রেতা সিরাজ মণ্ডল বাঁশির সুরে বাংলা, হিন্দি সহ একধিক জনপ্রিয় গানের সুরের ঝড় তুলছেন। পথে-ঘাটে বাঁশি বাজিয়ে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বংশীবাদক হিসেবে। বিভিন্ন জলসায় বাঁশি বাজানোর ডাক পান। তাঁর কাছে অনেকে বাঁশি শেখার ক্লাসও করেন। বর্তমানে এখানে-সেখানে বাঁশি বাজিয়ে দু’পয়সার মুখ দেখতে শুরু করেছেন সিরাজ। তাই প্রতিদিন চটের ব্যাগ ভর্তি বাঁশের বাঁশি নিয়ে বের হয়ে পড়েন।
জুলফিকার মোল্লা