TRENDING:

Animal Rescue: শহরের ব্যস্ত রাস্তায় ওটা কী বসে! সাহায্য করতে এগিয়ে যেতেই আঁচড়ে-কামড়ে দিল

Last Updated:

স্থানীয় কয়েকজন আবার প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। আর তাতেই ঘটল বিপত্তি। সাহায্য করতে আসা একজনকে আঁচড়ে দিল সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: শহরের ব্যস্ত রাস্তার মাঝে বসে রোদ পোহাচ্ছে বন্যপ্রাণী। দুর্গাপুর সিটি সেন্টার লাগোয়া এলাকায় এমন ঘটনা দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন অনেকে। ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ এমন প্রাণী সচরাচর শহরের রাস্তায় দেখা যায় না। তাই প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন হয়ত সে অসুস্থ।
advertisement

আরও পড়ুন: বশে আনতে গিয়ে রক্তারক্তি, ভয়ঙ্কর কাণ্ড শুয়োরের

দুর্গাপুরের রাস্তায় এমন একটি বন্যপ্রাণীকে দেখতে পেয়ে অনেকেই গাড়ি থামিয়ে দিয়েছিলেন। স্থানীয় কয়েকজন আবার প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। আর তাতেই ঘটল বিপত্তি। সাহায্য করতে আসা একজনকে আঁচড়ে দিল সে। এরপরই খবর দেওয়া হয় বন দফতরের কাছে। বনকর্মীরা ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু তাঁরাও রেহাই পাননি। বন দফতরের এক কর্মীকেও কামড় দেয় অদ্ভুত দর্শন প্রাণীটি।

advertisement

তবে শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ চেষ্টার পর রাস্তায় বসে থাকা এই বন্য প্রাণীটিকে উদ্ধার করা গিয়েছে। বন দফতরের এক কর্মী জানিয়েছেন, এটি আসলে বাঘরোল। বাংলায় এই প্রাণীটি পাওয়া যায়। কিন্তু এদের সচরাচর জঙ্গলের বাইরে দেখা যায় না। যে কারণে প্রথম দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন, অবাক হয়েছিলেন। তাঁদের প্রাথমিকভাবে অনুমান, এই বাঘরোলটির চোখের দৃষ্টি কম। তাই সে ব্যস্ত রাস্তার মাঝে বসেছিল। নয়তো মানুষকে দেখে তার জঙ্গলের ভিতর চলে যাওয়ার কথা।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বাঘরোলটিকে উদ্ধার করা হয়েছে। এরপর তার প্রাথমিক চিকিৎসা করা হবে। সুস্থ হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ রাস্তায় এমন একটি প্রাণীকে বসে থাকতে দেখে কেউই তাকে আঘাত করেননি। বরং তাকে উদ্ধারের চেষ্টা করেছেন। যা দেখে বন দফতরের আধিকারিকদের ধারণা, লাগাতার প্রচারের ফলে মানুষ ক্রমশ সচেতন হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal Rescue: শহরের ব্যস্ত রাস্তায় ওটা কী বসে! সাহায্য করতে এগিয়ে যেতেই আঁচড়ে-কামড়ে দিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল