আরও পড়ুন: নারী দিবসে প্রদীপ্তা’র লড়াইয়ের সঙ্গে পরিচয় ঘটুক, তাঁর পুঁতির কাজ মুগ্ধ করবে আপনাকেও
দু’মুঠো ভাতের জন্য দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের ব্লক আধিকারিকের দফতরে বারবার ছুটে আসেন কালাঝড়িয়া গ্রামের বয়স্ক শাশুড়ি। জন্মান্ধ বৌমার প্রতিবন্ধকতার কোনও সরকারি শংসাপত্র নেই। আবার আধার কার্ড না থাকায় মেলে না রেশন। তাই সরকারি অনুদানের আশায় শবর জনজাতির দুই মহিলা পঞ্চায়েত আর বিডিও-র দফতরে ঘুরে বেড়াচ্ছেন। দু’মুঠো ভাতের জন্যে আজও ভিক্ষেই ভরসা অলকা আর ববিতা ভক্তার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাজ্য কেন্দ্র সরকারের অজস্র প্রকল্প আছে। কিন্তু সবকিছুতেই এখন আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর এই মহিলার আধার কার্ডটাই না থাকায় তিনি প্রায় কিছুই করতে পারছেন না। তবে দীর্ঘদিন ঘুরেও সমস্যা সমাধান না হওয়ায় বিষয়টি এবার প্রশাসনের শীর্ষস্তরে গিয়ে পৌঁছেছে। সেখান থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তারপরই আশার আলো দেখছেন এই অসহায় শবর পরিবারটি।
রঞ্জন চন্দ