আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে দাউ দাউ করে জ্বলে উঠল বাড়ি! যা হল মহিলার…
‘গাছ লাগাক, সবুজ হোক পৃথিবী’ এই লক্ষ্যকে সামনে রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস বাঙাল হয়ে উঠেছেন সবুজের ফেরিওয়ালা। সারা রাজ্যব্যাপী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন গাছ। তিনি অবসরপ্রাপ্ত একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। শিক্ষকতা করাকালীন মাসে একবার গাছ নিয়ে বেরিয়ে পড়তেন। কয়েক মাস আগে স্কুল থেকে অবসর নেন। এবার অবসরের পর প্রতি সপ্তাহে চারা গাছ নিয়ে বেরিয়ে পড়েন। কখনও ট্রেনে-বাসে আবার কখনও নিজের বাহনে চড়েই বেরিয়ে পড়েন তিনি। নিজের বাড়িতে বিভিন্ন গাছের বাগান রয়েছে। যেখানে ভেষজ থেকে ফল, ফুল নানা দুষ্প্রাপ্য গাছ রয়েছে তাঁর বাগানে। প্রধান লক্ষ্য হল মানুষকে বিভিন্নভাবে গাছ বসাতে উৎসাহিত করা।
advertisement
প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চার ঘটাতে কঠোর পরিশ্রম করে চলেছেন ষাটোর্ধ তাপস বাঙাল। তিনি জানান, অনলাইনে নন্দিনী গাছের বীজ কিনেছিলেন ২০২২-এর অক্টোবরে। চারা তৈরি করতে বীজ বুনেছিলেন বাগানে। কয়েক মাস ধরে সেই চারাকে লালন পালন করেন। তাঁর বাগান এখন নন্দিনী গাছের অপরূপ সম্ভার সাজিয়ে বসে আছে। দূর থেকে দেখে মনে হতে পারে গোলাপ, আবার সোজা পাতাসহ ডালগুলি দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। গোলাপের ন্যায় মনোমুগ্ধকর দেখতে ফুলগুলির নাম নন্দিনী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই নন্দিনীর চারাই বেশি তুলে দেন মানুষের মধ্যে। শুধু নন্দিনী নয়, তাঁর বাগানে সযত্নে লালিত-পালিত হচ্ছে বহু প্রজাতির গাছ। নন্দিনী এবং অন্য প্রজাতির গাছ মিলিয়ে একেক বারে ৫০০-১০০০ পর্যন্ত গাছ বিলি করেন মানুষের মধ্যে। নতুন বছরে ইতিমধ্যে বাগনান, তারকেশ্বর, বনগাঁ, ব্যান্ডেলে তিনি এবং তার তৈরি দলের সদস্যরা গাছ বিলি করেছেন। প্রকৃতিকে সাজাতে এবং মানুষের মধ্যে বৃক্ষ সচেতনটা জাগাতে এমন ভাবনা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।
রাকেশ মাইতি