আরও পড়ুন: ‘দিদি’-র জন্য অকাল দোল পটাশপুরে!
জেলার সর্ববৃহৎ ফুলের বাজার থাকায় প্রতিদিন ঠাকুরনগর রেলস্টেশন ব্যবহার করতে হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার ফুল ব্যবসায়ীকে। তবে এবার ৩ নম্বর প্লাটফর্ম তৈরির জন্য স্টেশনের দু’ধারে অস্থায়ীভাবে বসা দোকানদাররা পড়েছেন চরম বিপাকে। প্লাটফর্ম তৈরির জন্য ইতিমধ্যেই রেলের তরফে নোটিশ দিয়ে এই দোকানদারদের উঠে যেতে বলা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বর্তমানে কোনওরকমে স্টেশনের উপরই পসরা সাজিয়ে ব্যবসা চালাচ্ছেন প্রায় ৩৫ জন হকার ও ব্যবসায়ী। তবে অবস্থান বদল হতেই ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। বিক্রি এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এখন সংসার চালানো রীতিমতো দায় হয়ে উঠেছে এইসব ব্যবসায়ীদের কাছে। কান্নায় ভেঙে পড়েছেন মহিলা ব্যবসায়ীরাও। এখন কীভাবে চলবে সংসার! কি হবে ভবিষ্যৎ! বুঝে উঠতে পারছেন না কেউই। হোক আধুনিকীকরণ, তবে উচ্ছেদ করা ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা দেওয়া হোক জীবিকা চালানোর জন্য বলেই দাবি তাঁদের। বিষয়টি নিয়ে যদিও রেলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই জোরকদমে চলছে ঠাকুরনগর ৩ নম্বর প্লাটফর্ম তৈরির কাজ। তবে আগামীতে রেলের তরফে এই সমস্ত অসহায় ব্যবসায়ীদের কথা ভাবার আবেদন জানিয়েছেন রেল যাত্রীরা।
রুদ্রনারায়ণ রায়





