আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই বাইক আরোহী, জয়নগরের রাস্তায় সে কী কাণ্ড…
ভেষজ আবির তৈরি বীরভূমে অবশ্য এই প্রথম নয়। সাঁইথিয়ার পুর এলাকার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেকদিন ধরেই ভেষজ আবির তৈরি করছেন। রাজ্য সরকার তাঁদের তৈরি আবির বিপণনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একটি সংস্থা থেকে ইতিমধ্যেই ১০ কুইন্টাল আবির তৈরির বরাত পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীটি।
advertisement
সংস্থার দায়িত্বে থাকা একজন প্রদীপ কুমার ভাদুরি জানান, নির্দিষ্ট অনুপাতে মূলত অ্যারারুট, প্রাকৃতিক সুগন্ধীর সঙ্গে গাঁদা ফুল, বিট, জবা, অপরাজিতা, কাঁচা হলুদ, পালং শাকের মত বিভিন্ন ধরনের ফল ফুল পাতা ও গাছের ছাল মিশিয়ে আবির তৈরি হয়। ব্যবহৃত হয় পলাশ, গোলাপ ইত্যাদি ফুলও। তিনি জানান, ভেষজ আবিরের রং হয়ত অতটা উজ্জ্বল হয় না, কিন্তু এই আবির গুণমানের দিক থেকে এবং সুগন্ধে ভরপুর হয়ে থাকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিভিন্ন ধরনের ফুল ফল বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে তারপরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে তার মধ্যে থেকে রং বের করা হয়। প্রাকৃতিক এই রং বের করার ক্ষেত্রে ফিটকিরি এবং খাবার সোডার প্রয়োজন হয়। এরপরে তার মধ্যে ট্যাল্কম পাউডার এবং সামান্য পরিমাণ অ্যারারুট মিশিয়ে সেই মিশ্রণটিকে ভাল করে মাখিয়ে নিতে হয়। এরপরে মিশ্রণটিকে অল্প রোদ-অল্প ছায়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে শুকোতে দেওয়া হয়। অতিরিক্ত রোদে শুকাতে দিলে আবিরের রং সে রঙ নষ্ট হয়ে যায়। শুকিয়ে গেলে মেশিনের সাহায্যে গুঁড়ো করে তারপর বিক্রি করা হয়। ১০০ গ্রাম প্রাকৃতিক এই আবিরের দাম মাত্র ২৫ টাকা।
সৌভিক রায়