আরও পড়ুন: ছৌ এবার ডাকটিকিটে, বিরল স্বীকৃতি গম্ভীর সিং মুড়াকে
স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যের কথা মাথায় রেখে পরিবেশ ও গঙ্গা দূষণ কমাতে ও বর্জ্য পদার্থ পুনঃব্যবহার করতে এই উদ্যোগ। স্বচ্ছ ভারত অভিযান ২.০-কে মান্যতা দিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বৈদ্যবাটি পুরসভা। পুর কর্তৃপক্ষ এলাকার বাড়ি বাড়ি থেকে পুরনো জামাকাপড় ও বিভিন্ন জিনিস সংগ্রহ করে এনে এই কাউন্টারে রাখছে। সেখান থেকে নিজেদের প্রয়োজন মত জিনিস সংগ্রহ করতে পারছেন গরিব ও দুঃস্থরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিশেষ কাউন্টারে থাকছে পুরনো জামাকাপড়, বাচ্চাদের খেলনা ও দৈনন্দিন সামগ্রী সবকিছু। সম্প্রতি বৈদ্যবাটি পুরসভা কেন্দ্রীয় সরকারের থেকে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে। তারপরই আরও এক ধাপ এগিয়ে বর্জ্য পদার্থ মুক্ত শহর গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান পিন্টু মাহাত জানান, প্রথমে ভ্রাম্যমান গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়, সবাই যেন বাড়ির অপ্রয়োজনীয় সামগ্রী গঙ্গায় বা ডাস্টবিনে না ফেলে সাফাই কর্মীদের হাতে তুলে দেন। সেগুলোই তারপর বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে এই কাউন্টারে রাখা হচ্ছে। যা গরিবের অন্যতম সম্বল হয়ে দাঁড়িয়েছে।
রাহী হালদার