আরও পড়ুন: কোন সতীপীঠে চিঁড়ে-মুড়ি দিয়ে দেবীর ভোগ হয় জানেন? এমন ব্যতিক্রম আর কোথাও নেই
দূরবর্তী গ্রামে গিয়ে বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। এই দূরের গ্রামগুলিতে খোলা হবে পুলিস সহায়তা কেন্দ্র। গ্রামবাসীরা সেখানে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বারুইপুর পুলিস জেলা আগেই এমন পরিকল্পনা নিয়েছিল। এবার তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে প্রশাসন।
advertisement
জানা গিয়েছে, পুলিস সহায়তা কেন্দ্র বাড়তি নজর দেবে সাইবার প্রতারণার ঘটনায়। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা দেওয়ায় ও মাইকিং করা হবে। বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, দূরবর্তী গ্রামে প্রতি ১৫ দিন অন্তর এই সহায়তা কেন্দ্র বসবে। প্রতিটি অভিযোগ নিয়মিত মনিটরিং করা হবে। বারুইপুর পুলিস জেলায় ১৭টি থানা আছে। তার মধ্যে দু’টি মহিলা থানা। প্রতিটি থানার যে কোনও একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র হবে। সমস্যা শোনার জন্য থাকবেন থানার আইসি বা ওসি, এসআই পদমর্যাদার এক আধিকারিক। এমনকী এই সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন বারুইপুর পুলিস জেলার শীর্ষ আধিকারিকরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বারুইপুরের পুলিশ জেলার জয়নগর থানা এলাকার দুটি পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। ছিলেন আইসি সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। গ্রামের অনেক মহিলা সেখানে এসে অভিযোগ জানান। এছাড়াও বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রবীণরা অভিযোগ জানাতে এলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুমন সাহা