আরও পড়ুন: দুর্গাপুজোর উন্মাদনাকেও হার মানাবে, গৌড়েশ্বর নদীতে সরস্বতী বিসর্জন যেন এক উৎসব
এই অনাহুত আতঙ্কের নাম একদল বাঁদর সেনা। দল বেঁধে আক্রমণ করছে পাঁশকুড়া জংশন স্টেশনের সাধারণ যাত্রীদের। এই বাঁদরের উৎপাতে নাজেহাল যাত্রী থেকে রেলকর্মী সকলে। বাঁদরেরা কখনও ওভার ব্রিজে যাতায়াতের পথে যাত্রী সাধারনের ব্যাগ ধরে টানাটানি করছে, আবার কখনও প্ল্যাটফর্মে ট্রেনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। প্লাটফর্মে থাকা খাবারের স্টলগুলোতেও হানা দিচ্ছে বাঁদরেরা। তুলে নিয়ে যাচ্ছে পছন্দমত খাবার। কোনও যাত্রীর ব্যাগে খাবার দেখলে তো আর ছাড় নেই! যতক্ষণ না ওই যাত্রী বাঁদরদের উদ্দেশ্যে ব্যাগে থাকা খাবার ছুঁড়ে দিচ্ছে ততক্ষণ অত্যাচার চলতেই থাকছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এসমধ্যেই বাঁদরের আঁচড় ও কামড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই স্টেশনে ট্রেন ধরতে আসাটাই এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ বাঁদর তাড়াতে উপযুক্ত পদক্ষেপ করুক বলে চাইছেন যাত্রীরা।
সৈকত শী