আরও পড়ুন: সর্বস্ব গিলে খেয়েছে আগুন, এই পরিবারের কাহিনি চোখে জল আনবে
বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অনুমোদনপ্রাপ্ত এই বৃদ্ধাশ্রমে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারুর হাত নেই , কারুর পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। অমর সেবা সংঘে এইরকমই প্রকৃত একাকী বৃদ্ধ-বৃদ্ধারা এক ছাদের তলায় বেশ কষ্টের সঙ্গেই করছেন দিন যাপন। সেই কারণেই বৃদ্ধাশ্রমের হাল ফেরাতে নতুন উদ্যোগ। এই বৃদ্ধাশ্রমেই খুব কম খরচে আয়োজন করা হবে আপনার বিশেষ দিন। শুধুমাত্র আগে থেকে ফোন করে বুক করে রাখতে হবে।
advertisement
আবাসের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী জানান, মাছ, ভাত, ডাল এবং সবজি এই প্যাকেজে বাজার মূল্য হিসেবে মাথা পিছু ২৫-৩০ টাকা পড়বে। সর্বোচ্চ ১০০-১৫০ জনের বাজার, রান্না বান্না এবং বসে খাওয়ার ব্যাবস্থা করার ক্ষমতা আমাদের রয়েছে।
আর্থিক স্বনির্ভরতাই নয় শুধুমাত্র। এছাড়াও রয়েছে একটি বিশেষ কারণ। বৃদ্ধাবাসে যে কয়জন বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন তাঁরা প্রত্যেকেই জীবনের কোনও না কোনও এক সময় চরম একাকীত্বে ভুগেছেন। ফলে বিশেষ দিন পালন উপলক্ষে আর পাঁচটা মানুষ এলে কিছুটা হলেও তাঁদের সেই একাকীত্ব ঘুচবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আপনার আসন্ন বিশেষ দিন উজ্জাপন করার জন্য হাজার হাজার টাকা খরচ করে দামী হল ঘর বুক করার আগে একবার ভেবে দেখতেই পারেন বাঁকুড়ার এই বিকল্পে কথা।
নীলাঞ্জন ব্যানার্জী