আরও পড়ুন: দেয় না মিড ডে মিল, মিনাখাঁয় স্কুল ছেড়ে অন্যত্র ভর্তি হচ্ছে পড়ুয়ারা
মৃত শিশুটির বাড়ি হুগলির পান্ডুয়ায়। তার বাবা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার। তাঁদের বাড়ি পান্ডুয়ার দে পাড়ায়। বাড়ি থেকে কিছুটা দূরেই জামশেদ আলির শ্বশুরবাড়ি। পরিবারের সকলের সঙ্গে শনিবার দুপুরে জামশেদ আলির মেয়ে মামা সাইফার রহমানের বাড়ি গিয়েছিল। এরপর বিকেলের দিকে মারার পাখি মারা বন্দুকটি নিয়ে ওই শিশু খেলছিল। সেই সময়ই গুলি ছিটকে এসে শিশুটির বুকে লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠান হয়। সেখানে চিকিৎসারা তোকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর জেঠিমা রেশমা সুলতানা বলেন, সবে মামার বাড়ি গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটল। গোটা ঘটনায় শিশুটির পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শোকে মুহ্যমান।
রাহী হালদার