আরও পড়ুন: “আমায় বাঁচান…”, হেড স্যারের কাছে ফোন করে কান্না ছাত্রীর, তারপরই…
চৈতন্য স্মৃতি বিজড়িত বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম বৈষ্ণব ধর্মাবলী মানুষজনের কাছে পবিত্র তীর্থভূমি। ফলে সারা বছর ধরে দেশ-বিদেশ থেকে অগণিত উৎসাহী দর্শনার্থীদের সমাগম ঘটে এখানে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে, নবদ্বীপ ধাম দর্শন করতে এসে শ্রীমন মহাপ্রভুর জীবন কাহিনী ও তাঁর লীলা কর্ম সম্পর্কে অনেক কিছুই তাঁদের কাছে অজানা থেকে যায়। মূলত সেই সব দর্শনার্থীদের কাছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পর থেকে তাঁর সন্ন্যাস জীবন পর্যন্ত জীবন কাহিনী ও লীলা কর্মের ঘটনাবলী মূর্তি ও ছবির মাধ্যমে তুলে ধরার জন্যই তৈরি করা হচ্ছে এই চৈতন্য সংগ্রহশালাটি।
advertisement
এই প্রসঙ্গে জন্মস্থান মন্দিরের প্রধান অধ্যক্ষ অদ্বৈত দাস মহারাজ জানান, সংগ্রহশালাটি তৈরির কাজ শুরু হয় করোনা অতিমারির আগে। মাঝখানে কোভিড পরিস্থিতির জন্য কাজ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফের কাজ শুরু হয়। সংগ্রহশালাটি দর্শনার্থীদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরতে এখনও প্রায় এক বছরের উপর সময় লাগতে পারে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী ও তাঁর জীবন দশায় বিভিন্ন লীলা কর্মের ঘটনা একাধিক মূর্তি ও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার কাজ চলছে।
সংগ্রহশালাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে খুব সহজেই মহাপ্রভুর জীবনী সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন। সংগ্রহশালাটি সম্পূর্ণ হতে প্রায় সাত থেকে আট কোটি টাকা খরচ হতে পারে। ওড়িশার কটক থেকে ছয়-সাত জন শিল্পী এখানে এসে দিনরাত পরিশ্রম করে মূর্তি তৈরি কাজ করছেন। এর আগেও বহু শিল্পী এখানে এসে মূর্তি তৈরির কাজ করেছেন। দোল পূর্ণিমার আগে মন্দিরের বাগান শয্যার জন্য সূর্য রথ মূর্তি তৈরির কাজ চলছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই মুহূর্তে মন্দিরের বাগান সজ্জার জন্য সূর্য রথের কাজ চলছে, আগামী দোল পূর্ণিমার আগে কাজটি সম্পন্ন হবে। পরিকল্পনাটি বৃহৎ হওয়ার কারণে সংগ্রহশালাটি সম্পূর্ণভাবে তৈরি হতে এখনও এক বছরের উপর সময় লাগতে পারে। তবে সংগ্রহশালাটি তৈরি হয়ে গেলে মুক্তি ও ছবির মাধ্যমে তুলে ধরা হবে শ্রীমন মহাপ্রভুর ছেলেবেলা থেকে শুরু করে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত জীবন কাহিনী ও লীলা কর্ম সম্পর্কে। দর্শনার্থীরাও সবিস্তারে জানতে পারবেন।
মৈনাক দেবনাথ