আরও পড়ুন: গ্রামীণ প্রতিভার বিকাশে অন্যরকম ভাবনা
পিছিয়ে পড়া পরিবারের দম্পতিদের বিবাহবন্ধনে আবদ্ধ করে ওই সংস্থাটির ঘোষণা, আগামী দিনে এই সংখ্যাটাকে বাড়িয়েই ১০০-তে নিয়ে যেতে চান তাঁরা। জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়ার দুই বোনের হাট এলাকায় এই গণ বিবাহের আসর বসে। ইসলাম ধর্মীয় রীতি মেনে এখানে বিবাহ হয়। জয়নগর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অনাথ ছেলে-মেয়েদের একত্রিত করে এই সংস্থা বিবাহ দেয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধুই যে বিয়ে দিয়ে দেওয়া তা নয়। গরিব পরিবারের নব দম্পতিরা সংসার জীবন শুরু করে যাতে সমস্যায় না পড়ে তারও ব্যবস্থাও করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তাই উপহার হিসেবে নব দম্পতিদের হাতে প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সরঞ্জাম সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল খাট, বিছানা, আলমারি, হাঁড়ি, কড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্ত কিছু। গোটা উদ্যোগে খুশি নবদম্পতিরা। এদিনের এই বিবাহ অনুষ্ঠানে রীতিমত নিমন্ত্রিত হয়ে প্রায় দুহাজার মানুষ দুপুরের আহার সারেন। সকলে নবদম্পতিদের আশীর্বাদ করেছেন।
সুমন সাহা