আরও পড়ুন: জায়গার নাম আটের নম্বর, বাঁধের নাম আয়লা! এখানে এবার সবাই ছুটে আসবেন
ইতিমধ্যেই দেখা গিয়েছে নদীর চরের ম্যানগ্রোভ কেটে বসতবাড়ি ও মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে। নদীর একাধিক স্থানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে নির্বিচারে। কেটে ফেলা হয়েছে বানি, গরান, গেঁও সহ সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন গাছ। নিয়ম বহির্ভূতভাবে ম্যানগ্রোভ কাটার এই দায় স্থানীয় বাসিন্দা সুমন মণ্ডল ক্যামার সামনে স্বীকার করে নিয়েছেন। বলেন, মাছের ভেড়ি তৈরি করার জন্য তাঁরা গাছ কেটেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকায় গিয়ে দেখা গিয়েছে, দূরে দাঁড়িয়ে আছে আর্থ রিমুভার। রাতের অন্ধকারে হবে ভেড়ি তৈরির কাজ। এইভাবে দিনের পর দিন সুন্দরবনের জঙ্গল ধ্বংস হলে জীব বৈচিত্র্যের উপর ব্যাপক প্রভাব পড়তে শুরু করবে। কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ স্বীকার করেন, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কিছু অসাধু ব্যক্তি নষ্ট করছে। যা নিয়ে প্রশাসনিক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রেও তাই করা হবে। পাশাপাশি মানুষকে সচেতন করতে তাঁরা মাঠে নামবেন বলেও জানান।
সুমন সাহা