আরও পড়ুন: দুয়ারে রেশনের পর জেলায় নতুন আরেক প্রকল্প, দেখুন বিস্তারিত
জেলার এই স্কুলের ব্ল্যাকবোর্ড ডিজিটাল। অডিও ভিস্যুয়ালের মাধ্যমে পড়াশোনা হয়। ফলে অভিভাবকরা বেসরকারি স্কুল ছেড়ে এখানেই ভর্তি করাচ্ছেন ছেলেমেয়েদের। মাড়গ্রামের ডঃ কুদরত-ই-খোদা প্রাথমিক বিদ্যালয় রীতিমতো সাড়া ফেলেছে জেলায়। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, শুধু স্কুল নয়, শিক্ষক-শিক্ষিকারা স্কুলের চারপাশে নানান সামাজিক সচেতনতার কাজ করছেন। উতকর্ষ মূলক শিক্ষা তো এটাই। এটা আমাদের কাছে গর্বের স্কুল এটা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মাড়গ্রামের বিজ্ঞানী মহম্মদ ডঃ কুদরত ই খোদার নাম অনুসারে ১৯৪৬ সালের ২ জানুয়ারি পথ চলা শুরু করেছিল এই বিদ্যালয়। বর্তমানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪৮৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই স্কুল চলছে। স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন জানান, ছেলেমেয়েদের শিক্ষা দানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, শরীরচর্চা এবং হাতের কাজ শেখানোর উপর বাড়তি জোর দেওয়া হয়। সাধারণ জ্ঞান, কম্পিউটার প্রশিক্ষণ, আবৃত্তি সব হয়।
সৌভিক রায়