Local News: দুয়ারে রেশনের পর জেলায় নতুন আরেক প্রকল্প, দেখুন বিস্তারিত
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
সাধারণত ছোট থেকে বড় প্রায় অনেকেই আছেন যাঁদের বিভিন্ন কারণে দাঁতের সমস্যায় ভুগতে হয়। দাঁতের সমস্যা হলে ছুটে যেতে হয় চিকিৎসকের কাছে
পূর্ব বর্ধমান: দুয়ারের রেশনের পর জেলায় চালু হল আবারও এক নতুন পরিষেবা। এই পরিষেবার কথা জানলে সকলকেই অবাক হবেন। পূর্ব বর্ধমানে এবার যে নতুন পরিষেবা চালু করা হয়েছে তাতে জেলার বহু মানুষ বিশেষভাবে সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী সেই পরিষেবা? কীভাবেই বা এই পরিষেবা সকলের কাজে লাগবে?
সাধারণত ছোট থেকে বড় প্রায় অনেকেই আছেন যাঁদের বিভিন্ন কারণে দাঁতের সমস্যায় ভুগতে হয়। দাঁতের সমস্যা হলে ছুটে যেতে হয় চিকিৎসকের কাছে। তবে এখনও জেলায় অনেক মানুষ রয়েছেন যাঁদের বয়স হয়ে যাওয়ার কারণে অথবা আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসকের কাছে যেতে পারেন না। এবার তাঁদের আর চিন্তা নেই। বাড়ির দুয়ারে মিলবে দাঁতের চিকিৎসা করার সবরকম ব্যবস্থা। পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভ্রাম্যমান দন্ত চিকিৎসা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়।
advertisement
advertisement
এই দন্ত চিকিৎসা অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমানের পুরপ্রধান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দুয়ারে রেশন পৌঁছেছে, দুয়ারের সরকার পৌঁছেছে, সেরকমই এবার থেকে প্রত্যন্ত গ্রামের মানুষ দুয়ারে দাঁতের চিকিৎসার সুবিধা পৌঁছে যাবে। দাঁত ভাল রাখা এবং দাঁতের চিকিৎসা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। প্রত্যন্ত গ্ৰামের সাধারণ মানুষের কথা ভেবে সম্প্রতিক দুয়ারে দন্ত চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের তিনটি জেলাতে এই মোবাইল দন্ত চিকিৎসা পরিষেবা অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে বর্ধমান দন্ত মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে অধ্যাপক চিকিৎসক জহর রায় বলেন, বিভিন্ন প্রান্তিক মানুষকে এই সুবিধা প্রদান করা হবে। বর্ধমানের পুরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, এই অ্যাম্বুলেন্সের মধ্যে দাঁতের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা আছে। এটি জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিষেবা প্রদান করবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 8:57 PM IST