আরও পড়ুন: ভারত-পাক যুদ্ধে বন্ধ হয়েছিল, ভোটের আগে খুলে গেল ময়া নৌ-বন্দর
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফরাক্কা গান্ধিঘাট সংলগ্ন হিলসা রেঞ্চিং স্টেশনে তৃতীয় দফার প্রকল্পের সূচনা হল। একই সঙ্গে দ্বারদ্ঘাটন হয় তৃতীয় র্যাঞ্চিং ষ্টেশনের। প্রথমে গঙ্গা পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এনটিপিসির প্রকল্প প্রধান, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার, জঙ্গিপুরের মহকুমাশাসক সহ বিশিষ্টদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয়। ভারত সরকারের এই প্রকল্পে জলের স্বচ্ছতা সহ জলজ প্রাণী সংরক্ষণ ও তাদের বিপদের সময় চিকিৎসা পরিষেবা প্রদান করার পাশাপাশি, জলজ পরিবেশ ঠিক রাখতে লাগাতার চেষ্টা করা হয় বলে জানানো হয়েছে। একই সঙ্গে ক্রমাগত নদীবক্ষ থেকে হারিয়ে যাওয়া মাছের প্রজাতিগুলি সংরক্ষণ করে আবার নদী বক্ষে ছাড়ার পরিকল্পনার কথা বলা হয় এই অনুষ্ঠানে। এদিনই প্রায় ২০০ টি ইলিশ গঙ্গাবক্ষে ছাড়া হয়। মূলত মাছের চাহিদা মেটাতে গঙ্গাতে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের চারা ছাড়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইলিশ মাছের জোগান বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরাক্কা বিভিন্ন জায়গায় এই মাছের চারা ছাড়া হচ্ছে। এই চারার মাধ্যমে আগামী দিনে এক কিলো থেকে আড়াই কিলোর বেশি ওজনের মাছ হতে পারে। ফলে গঙ্গাতে মাছের জোগান আরও বৃদ্ধি পাবে। মাছের জোগান বৃদ্ধি পেলে মৎস্যজীবীরাও অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হবেন।
কৌশিক অধিকারী