উত্তর শহরতলিতে গঙ্গার ভাঙনের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একের পর এক গঙ্গার পাড় ভেঙে পড়ছে। নদী ধীরে ধীরে মাটি গ্রাস করতে করে এগোচ্ছে জিটি রোডের দিকে। সময় মত ব্যবস্থা না নিলে জিটি রোড চলে যেতে পারে গঙ্গার তলায়, এমনটাই বলছেন এলাকার মানুষরা।
আরও পড়ুন: ওয়ার্ডে জলের ট্যাঙ্ক বসাতে গিয়ে আজব কাণ্ড, বিতর্কের নাম জড়াল কাউন্সিলরের
advertisement
স্থানীয় সূত্রে খবর, জামদানি এলাকার পীরতলা গঙ্গার ঘাট একসময়ের এলাকার সবথেকে ভাল গঙ্গার ঘাট হিসেবে পরিচিত ছিল। সেখানে ছট পুজো থেকে শুরু করে অন্যান্য পুজো-অর্চনা করার জন্য স্থানীয় মানুষরা আসতেন। একসময় সেখানে গঙ্গা পুজো হত প্রতিদিন। তবে গত কয়েক বছর ধরে নদী ভাঙনের ফলে সবকিছুই ভেঙে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ছট পুজোর আগে ঘাট সংস্কার করা হয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এই সেই ঘাট চলে যায় গঙ্গার জলে। বলা চলে গঙ্গার জলে গঙ্গা পুজো হয় পীরতলা গঙ্গার ঘাটে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রশাসন প্রতিবছরই এই ঘাট সংস্কার করার নাম করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। অথচ বছর ঘুরতে না ঘুরতে এই একই পরিণতি দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষ আতঙ্কিত, প্রতিদিন এই গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন। ভাঙনের ফলে প্রাণের ঝুঁকি নিয়েই চলছে নিত্যদিনের কাজ। এলাকার মানুষের বক্তব্য, প্রশাসন যদি এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ না করে তবে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
রাহী হালদার