আরও পড়ুন: মালদহ থেকে টিম ইন্ডিয়া! স্বপ্ন সফলের লড়াই গৌরবের
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের এই গ্রামীণ হাটটি ২০২৪ সালে পাঁচ বছরে পদার্পণ করেছে। আর সেই উপলক্ষে হাটের জন্মদিন পালনে নানান কর্মসূচি নেওয়া হয়। নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগে কোনও হাট ছিল না। ফলে গ্রামবাসীদের অনেকটাই দূরে বাজার করতে যেতে হত। গ্রামবাসীদের কথা চিন্তা করে গ্রামের বেশ কিছু মানুষজন গ্রামেই হাট বসানোর সিদ্ধান্ত নেয়। সেই মতো ২০১৯ সালে কল্যাণপুর এলাকার কড়ক গ্রামে হাট শুরু হয়। ধীরে ধীরে সেই হাটের ব্যাপ্তি ও বিস্তার বাড়ে। হাট শুরু হয়েছিল ৩-৪টি দোকান নিয়ে। ধীরে ধীরে দোকানের সংখ্যা বাড়ে। এখন প্রায় ১০০ টি দোকান আছে। প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার বিকেলে হাট বসে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই হাটে আসেন। বর্তমানে চার পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষজন এই হাটের উপর নির্ভর করে বেঁচে থাকেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামীণ হাটের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনার দেওয়ার মত সমাজসেবামূলক কর্মকাণ্ড আয়োজিত হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে কর্মসূচি নেওয়া হয়। দেশপ্রাণ গ্রামীণ হাট-কড়কের কোষাধ্যক্ষ রাজ দুলাল মাইতি বলেন, পাঁচ বছর আগে আমরা কড়ক গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের কথা চিন্তাভাবনা করে হাট বসানোর সিদ্ধান্ত নিই। প্রথমে দোকানের সংখ্যা কম থাকলেও বর্তমানে প্রায় একশোর কাছাকাছি দোকান বসে। চারটি মৌজার হাজার হাজার মানুষ হাটে কেনাবেচা করতে আসেন। আগামী দিনে হাটের কংক্রিটের রাস্তা, স্ট্রিট লাইট, সৌন্দর্যায়ন বৃদ্ধি ও স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সৈকত শী





