আরও পড়ুন: বন্ধ্যা লালমাটির দেশ হয়ে উঠছে সবুজ, মাটির সৃষ্টি’র হাত ধরে আয় বাড়ছে কৃষকদের
এই মেলার বিশেষত্ব, সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করেন। সধবারা প্রার্থনা করেন, যাতে আমৃত্যু সধবা হয়েই থাকেন। বিধবারা প্রার্থনা করেন, তাঁরা যেন আগামী জন্মে বিধবা না হন। এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই কিনে নিয়ে বাড়ি যান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায়। এ বছরও তাঁর অন্যথা হয়নি। ভীম একাদশীর দিন মেলা শুরু হওয়া থেকেই ভক্তের ঢল দেখা যাচ্ছে শিবনিবাস মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, এই ভিড় থাকবে শিবরাত্রি পর্যন্ত। পুলিশ প্রশাসনের ভূমিকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেই কারণে সুস্থ ও স্বাভাবিকভাবেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে পুজো দিতে পারছেন শিব নিবাস মন্দিরে।
মৈনাক দেবনাথ