আরও পড়ুন: এখানের কিষাণ মান্ডি যেন ভুতুড়ে বাড়ি
হাজিরার জন্য এবার থেকে হবেনা রোলকল। সময় বাঁচাতে এবার থেকে ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢুকলেই ফেস রিকগনিশন সিস্টেমে হবে আ্যটেনডেন্স। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে তাক লাগাল ফলতা এফপি স্কুল। সেখানে এবার থেকে ক্লাসে রোল কলের পাঠ শেষ হতে চলেছে। কর্পোরেট ধাঁচে ছাত্র-ছাত্রীদের হাজিরা নেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে এই স্কুলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফেস রিকগনিশন অ্যাটেনডেন্স সিস্টেমের সামনে দাঁড়ালেই একজন পড়ুয়ার হাজিরা নথিভুক্ত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। শুধু তাই নয়, কে কখন স্কুলে ঢুকছে, বের হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই মেসেজ চলে যাবে অভিভাবকের মোবাইলে। বর্তমানে অনেক স্কুলে ডিজিটাল আইডি কার্ড চালু করা হয়েছে। সেটি যন্ত্রে ছোঁয়ালে অ্যাটেনডেন্স নথিভুক্ত হয়। কিন্তু ফলতার এই প্রাথমিক স্কুল আরও একধাপ এগিয়ে গেল। স্কুলের দুই জায়গায় ফেস রিকগনিশন যন্ত্র বসানো থাকবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক তিলক নস্কর।
নবাব মল্লিক