আরও পড়ুন: আর সিনেমা নয়, এবার বাস্তবেও এইভাবে চাষ হবে
মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-১ পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙা গ্রামে বেওয়া, ধর্মডাঙা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার একমাত্র ভরসা ধর্মডাঙা উপ-স্বাস্থ্যকেন্দ্র। বর্তমানে কেউ অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রের ওপরই ভরসা করতে হয়। কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসার পরিষেবা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সামান্য বৃষ্টি হলেই এই উপস্বাস্থ্য কেন্দ্রের ছাদ থেকে জল পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে বারবার প্রশাসনকে এই উপ স্বাস্থ্যকেন্দ্রে মেরামতি করার জন্য জানানো হলেও কোনওরকম সুরাহা হয়নি। বহুবার প্রশাসনের তরফ থেকে বেহাল উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করা হয়েছে, কিন্তু কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসতে হয় চিকিৎসক থেকে নার্স, এমনকি রোগীদেরকেও। উপ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী জানান, দীর্ঘদিন ধরে এটি ভগ্ন দশায় পড়ে আছে। ফলে বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে পরিষেবা দিতে হচ্ছে।
কৌশিক অধিকারী