আরও পড়ুন: ভোর রাতের আগুনে পুড়ে ছারখার সবকিছু, নেভাতে গিয়ে আহত ১
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি হয়ে তারাপীঠে মা তারাকে দর্শন করে এবার বৈদ্যনাথের পথে এগিয়ে চলেছেন ওই যুবক। সেখান থেকে বারানসি, ছিন্নমস্তা, কেদারনাথ-বদ্রিনাথের উদ্দেশ্যে রওনা দেবেন। দীর্ঘ এই যাত্রা পথে তাঁর কথা একটাই, “শিব সে শুরু, শিব পর খতম”। এই দীর্ঘ যাত্রাপথ শুরু করেছেন অযোধ্যার বাসিন্দা বছর ২৫-এর দিনাকর দাস। সেই সঙ্গে তার বার্তা, ‘একতাই সব।’
advertisement
গত বছর ১২ জানুয়ারি তিনি অযোধ্যা থেকে সাইকেলে করে খালি পায়ে যাত্রা শুরু করেন। এখনও পর্যন্ত তিনি প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন। এখনও প্রায় ১৫ হাজার কিলোমিটারে কাছাকাছি যাত্রা অতিক্রম করবেন। অযোধ্যায় তাঁর বাড়িতে সবাই রয়েছে। সুখী পরিবার তাঁদের। তবে হঠাৎ কেন এই ২৫ বছর বয়সে বাড়ি ছেড়ে এত বড় পথ অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন দিনাকর?
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই যুবক বলেন, মূলত বার্তা দিতে বেরিয়েছেন। তাঁর বক্তব্য, গাড়ি নয়, এই পরিবেশকে বাঁচাতে যতটা সম্ভব পায়ে হাঁটুন বা সাইকেল ব্যবহার করুন। এতে শরীরও ভাল থাকবে।
সৌভিক রায়