আরও পড়ুন: শহর শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছে হাতি! AI-এর বিভ্রম নয়, সত্যি ঘটনা
পঞ্চায়েতের খাতায় যেহেতু তিনি মৃত তাই বার্ধক্য ভাতা পাচ্ছেন না বৃদ্ধা মন্দাদোরী মিশ্র। এই সমস্যা মেটাতে তিনি সশরীরে পায়ে হেঁটে কুলতলির কুন্দখালি গোদাবর পঞ্চায়েত অফিসে আসেন। তাঁর বাড়ি ওই পঞ্চায়েতেরই বালাহারানিয়া গ্রামে। আগে তিনি বার্ধক্য ভাতা পেতেন। ওই টাকার ভরসাতেই এতদিন তাঁর জীবন চলেছে। কিন্তু গত বছরখানেক ধরে আর বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ আশি পেরনো এই বৃদ্ধার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ভাতা চালু করার জন্য এই বয়সে তিনি বহুজনের দোরে দোরে ঘুরেছেন। কিন্তু কাজের কাজ হয়নি। শেষে মরিয়া হয়ে হাজির হন পঞ্চায়েত অফিসে। সেখানে গিয়ে জানতে পারেন, পঞ্চায়েতের রেকর্ড বুকে নাকি মৃত হিসেবে নথিভুক্ত হয়ে গিয়েছেন তিনি। ‘মৃত’ মন্দদরী পেয়ে হেঁটে পঞ্চায়েতে এসেছেন দেখে হাসাহাসি শুরু হয়ে যায়। অসহায় বৃদ্ধা বুঝতে পারেন না কী করবেন। যদিও এই বিষয়ে স্থানীয় বিধায়ক ওই বৃদ্ধাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। এখন দেখার কত দিনে আবার তিনি বার্ধক্য ভাতা পান।
সুমন সাহা