TRENDING:

Bengali News: দু'বার ভোট বয়কটের পর অবশেষে সেতু, কী বলছেন গ্রামবাসীরা?

Last Updated:

সেতু হয়নি তাই দু- দুবার ভোট বয়কট করেছিল বাঁকুড়ার এই গ্রামের মানুষ। আগে সেতু তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ দেখানো সবকিছুই হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বিধানসভা ও পঞ্চায়েত ভোট বয়কট করার পর শেষ পর্যন্ত নতুন সেতু পেতে চলেছে জামথোলের গ্রামবাসীরা। তবে সেতু মজবুত এবং সম্পূর্ণ কাজ ঠিকঠাকভাবে না হলে লোকসভা ভোট’ও বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement

সেতু হয়নি তাই দু- দুবার ভোট বয়কট করেছিল বাঁকুড়ার এই গ্রামের মানুষ। আগে সেতু তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ, ভোট বয়কটের ফলস্বরূপ লোকসভা নির্বাচনের আগে ১ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করে পাকা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। এতে খুশি জামথোল গ্ৰামের বাসিন্দারা।

আরও পড়ুন: ছুটে এসে জুতোর দোকানে ঢুকে গেল গাড়ি! তখন সার দিয়ে দাঁড়িয়ে ক্রেতারা, তারপর…

advertisement

ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথোল গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণ করা। সেতু নির্মাণের দাবিতে ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট বয়কট করে ওই এলাকার মানুষজন। জামথোল ছাড়াও আসুরাবাদ, জলহরি, জোড়থোল, ফুলবেড়িয়া, কেন্দবেদা, মনিহারা সহ ২০-২৫ টি গ্ৰামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়ায় জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়ার খড়বন মাঠের প্রশাসনিক সভায় এই সেতুটি নির্মাণের কথা ঘোষণা করেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুক্রবার ছাতনার জামথোল গ্রামে এই সেতুটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্রামে উন্নয়ন এসেছে। গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিল বিজেপির সাংসদ তো এটা দেখতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: দু'বার ভোট বয়কটের পর অবশেষে সেতু, কী বলছেন গ্রামবাসীরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল