সেতু হয়নি তাই দু- দুবার ভোট বয়কট করেছিল বাঁকুড়ার এই গ্রামের মানুষ। আগে সেতু তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ, ভোট বয়কটের ফলস্বরূপ লোকসভা নির্বাচনের আগে ১ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করে পাকা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। এতে খুশি জামথোল গ্ৰামের বাসিন্দারা।
আরও পড়ুন: ছুটে এসে জুতোর দোকানে ঢুকে গেল গাড়ি! তখন সার দিয়ে দাঁড়িয়ে ক্রেতারা, তারপর…
advertisement
ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথোল গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণ করা। সেতু নির্মাণের দাবিতে ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট বয়কট করে ওই এলাকার মানুষজন। জামথোল ছাড়াও আসুরাবাদ, জলহরি, জোড়থোল, ফুলবেড়িয়া, কেন্দবেদা, মনিহারা সহ ২০-২৫ টি গ্ৰামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়ায় জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়ার খড়বন মাঠের প্রশাসনিক সভায় এই সেতুটি নির্মাণের কথা ঘোষণা করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুক্রবার ছাতনার জামথোল গ্রামে এই সেতুটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্রামে উন্নয়ন এসেছে। গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিল বিজেপির সাংসদ তো এটা দেখতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি।
নীলাঞ্জন ব্যানার্জী