আরও পড়ুন: প্রেম দিবসে ধরা পড়ল ২০ জোড়া ‘ভালবাসার পাখি’!
এই যুবকের এমন শখ রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। তাঁর এই সুগন্ধির সম্ভার দেখতে এখন অনেকেই হাজির হন বাড়িতে। আর এই শখই যেন এখন নেশা হয়ে উঠেছে সায়কের। দেশীয় পারফিউম, ডিওড্রেন্ট তো আছেই, তাঁর সংরক্ষণে এখন আছে বিদেশি নানা দুষ্প্রাপ্য পারফিউম। যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। এমনও অনেক পারফিউম আছে যা ভারতে না পাওয়া গেলেও বিদেশ থেকে বিশেষভাবে অর্ডার করে নিয়ে আসেন সায়ক। আর এই পারফিউম নিয়েই অবসর সময়ে চলে গবেষণামূলক পড়াশোনা।
advertisement
পারফিউম লাভার সায়কের সঙ্গে কথা বলে জানা গেল, পারফিউম সংরক্ষণের ক্ষেত্রে দুই ধরনের ভাগ রয়েছে। একটি ভাগ জেনারিক অর্থাৎ কমন রেঞ্জের পারফিউম, আর অপর ভাগটি ডিজাইনার হাউসের ফ্র্যাগনেন্স। যেমন তাঁর সংগ্রহে আছে ভার্সাসে, বুলগেরি, জর্জিও আরমানি। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণির যে সুগন্ধির সেগমেন্ট থাকে তাকে বলা হয় ‘নিস ফ্র্যাগনেন্স। যার মধ্যে ক্রিড-এর বিভিন্ন রেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। ক্রিড এভেন্ডার্স, ক্রিড মিলেসেমি এম্পেরিয়াল, ক্রিড গ্রিন আইজেস টুইস্ট সহ নানা ধরনের সুগন্ধীর ১০ এমএল-এর বোতল বহু মূল্য দিয়ে সংরক্ষণ করেছেন তিনি। যার মধ্যে ১১,৫০০ থেকে শুরু করে প্রায় ৪৫ হাজার টাকার পারফিউমের কালেকশন রয়েছে সায়কের কাছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
২০১৮ সালে সোশ্যাল মিডিয়া থেকে আগ্রহ তৈরি হয় এই পারফিউমের বিভিন্ন কালেকশন নিয়ে। সেই থেকেই যাত্রা শুরু। সুগন্ধির মূল্য বিচারে প্রথম পর্যায়ে পারিবারিক দিক থেকে তেমন কোনও সমস্যা না হলেও এই শখের নেশায় ক্রমশ বিদেশি সুগন্ধির সংরক্ষণে অত্যাধিক মূল্য ব্যয় করে পারফিউম কেনার কারণে পরিবারের তরফ থেকেও আসে বাধা। কিন্তু স্বামীর এই সুগন্ধি প্রেমকে যেন এখন নিজের করে নিয়েছেন স্ত্রী পারমিতাও। তাই স্বামীর এই শখকে গুরুত্ব দিতে এখন রীতিমতো সুগন্ধির সংরক্ষণে উৎসাহ দেন সায়ককে। এখন অনুষ্ঠান হোক বা বিশেষ কোনোদিন, উপহারের ক্ষেত্রে সুগন্ধি পারফিউমই যেন বেশি পছন্দ সায়কের। ফলে, দিনের অধিকাংশ সময় এখন সুগন্ধিতেই মেতে থাকেন সর্বক্ষণ।
রুদ্রনারায়ণ রায়