আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ৬ মাস অপেক্ষা! SBI-এ আজব কাণ্ড
দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রাম মগরাহাটের চকপরান কাটাখালিতে বাড়ি রাজশ্রীর। গত দু’বছর ধরে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতনতা প্রচার চালিয়ে এসেছেন গ্রামবাসীদের মধ্যে। ইতিমধ্যেই তাঁর চেষ্টাতে ঠেকানো গিয়েছে তিন নাবালিকার বিয়ে। সম্প্রতি রাজ্য সরকার এই কাজের জন্য তাঁকে পুরস্কৃত করে। এই পুরস্কার রাজশ্রীর হাতে তুলে দেন শিশু অধিকার সুরক্ষা আয়োগের সভাপতি সুদেষ্ণা রায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাজশ্রী জানান, কাজ করতে গিয়ে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু কাজ থামিয়ে দেননি। এসেছে মারধরের হুমকি, তবু তাঁর কণ্ঠ থামেনি। অল্প বয়সে বিয়ে হলে কী হয় সে নিয়ে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। মগরাহাট-২ ব্লকের চকপরান কাটাখালি বেলুমনি গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী রাজশ্রী। ৩০০ জন স্কুলছাত্রীকে নিয়ে তার একটি দল আছে। সেই দল নিয়ে এই কাজ করেন। রাজশ্রীর এই সাফল্যে খুশি স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
নবাব মল্লিক