আরও পড়ুন: বিষ্ণুপুর হবে জয়রামবাটি! মোদির হাত ধরে রামকৃষ্ণ স্মরণ
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কী এমন কাজ করতে চলেছে আসানসোল পুরনিগম, যা নিয়ে এত হইচই? আসলে আসানসোল পুরনিগম নিজ উদ্যোগে তৈরি করতে চলেছে একটি হাসপাতাল। পুরনিগমের লক্ষ্য ৭০০ বেডের একটি নতুন হাসপাতাল তৈরি করা। যা গোটা জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজে লাগবে। ইতিমধ্যেই হাসপাতাল তৈরির জন্য জমিও চিহ্নিত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র বিধান উপাধ্যায়।
advertisement
জানা গিয়েছে, আসানসোল পুরনিগমকে এই হাসপাতাল তৈরির জন্য জমি দেবে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই সেই জমি হস্তান্তর করা হবে পুরনিগমের হাতে। তারপর সেখানেই তৈরি হবে হাসপাতাল। ইতিমধ্যেই সেই জমি পরিদর্শন করেছেন মেয়র বিধান উপাধ্যায়। খুব শীঘ্রই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, বর্তমানে বেসরকারি হাসপাতালগুলিতে ভাল চিকিৎসা পরিষেবা পাওয়া গেলেও তার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় গরিব থেকে শুরু করে মধ্যবিত্তকে। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পেতে গিয়েও অনেক সময় সাধারণ মানুষ সমস্যায় পড়েন। অন্যদিকে, আসানসোল জেলা হাসপাতালে নানাবিধ রোগের চিকিৎসা হয়। বহু চিকিৎসক রয়েছেন সেখানে। কিন্তু জেলা হাসপাতালের উপর রোগীর চাপ অনেকটাই বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে পুরনিগমের এই হাসপাতাল মানুষকে অল্প খরচে ভাল পরিষেবা দেবে। এমন লক্ষ্য নিয়েই শুরু হয়েছে হাসপাতাল তৈরির পরিকল্পনা। যা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
নয়ন ঘোষ