TRENDING:

Bengali News: তসরের উপর ছবি আঁকতে দেখেছেন কাউকে? এই শিল্পীর কাণ্ড শুনলে বিস্মিত হবেন

Last Updated:

ছোট থেকেই তাঁর নেশা ছবি আঁকার প্রতি। মায়ের কাছ থেকে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সাদা কাগজ কিংবা ক্যানভাসের উপরে নানান ছবি দেখি আমরা। শুধু তাই নয়, কাগজে রং দিয়ে ফুটিয়ে তোলা হয় নানা পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য কিংবা বিভিন্ন বিমূর্ত শিল্পকলা। কিন্তু তসরের উপরে আঁকা ছবি কোনওদিন দেখেছেন? তসরের উপর অসামান্য দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে নানান ট্রাইবাল আর্ট। এমনকি মাইথোলজিক্যাল নানা বিষয়বস্তু’ও ঠাঁই পেয়েছে সেখানে। এমনই ছবি এঁকে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন এক শিল্পী।
advertisement

আরও পড়ুন: পশুখাদ্য গ্যামা ঘাসের ফল থেকে তৈরি হচ্ছে সুস্বাদু খই! অজান্তে আপনিও হয়ত খেয়েছেন…

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উঁচুডিহা এলাকার বাসিন্দা উমাপদ নন্দ। ছোট থেকেই তাঁর নেশা ছবি আঁকার প্রতি। মায়ের কাছ থেকে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। এরপর একে একে একাধিক গুরুর কাছ থেকে নিয়েছেন তালিমও। তবে তাঁর জীবনের প্রায় ২৫ টা বছর তিনি তসরের উপর বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলার কাজ করেছেন। পেশাগতভাবেই তসরের উপর ছবি এঁকে জীবিকা নির্বাহ করতেন। ওড়িশার ভুবনেশ্বরে থেকে শিল্পী এই কাজ করতেন।

advertisement

বর্তমানে ৭০ ছুঁয়েছে তাঁর বয়স। সেই অর্থে কর্মক্ষমতা নেই দুই হাতে। চোখের দৃষ্টিও ঝাপসা। তবে এখনও কোনওভাবে চালিয়ে রেখেছেন তাঁর এই অঙ্কন প্রচেষ্টাকে। সপ্তাহে বাড়িতে বেশকিছু ছেলে-মেয়েদের ছবি আঁকা সেখান। তবে বয়সের ভারে আর পারেন না তসরের উপর সূক্ষ অঙ্কনের কাজ করতে।

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

advertisement

প্রসঙ্গত, তসর কাপড়ের উপর বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে আঁকা হত নানান ছবি। কখনও বিভিন্ন ট্রাইবাল আর্ট আবার কখনও নানান মাইকোলজিক্যাল বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হতো কাপড়ের উপর। ইতিমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে নানান স্বীকৃতি। তবে জীবনের সত্তরটি বছর কাটিয়ে এখনও আক্ষেপ শিল্পীর। তসরের উপর অঙ্কন করতে না পেরে সারাদিন বেশ মনোকষ্টে ভোগেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: তসরের উপর ছবি আঁকতে দেখেছেন কাউকে? এই শিল্পীর কাণ্ড শুনলে বিস্মিত হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল