আরও পড়ুন: পশুখাদ্য গ্যামা ঘাসের ফল থেকে তৈরি হচ্ছে সুস্বাদু খই! অজান্তে আপনিও হয়ত খেয়েছেন…
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উঁচুডিহা এলাকার বাসিন্দা উমাপদ নন্দ। ছোট থেকেই তাঁর নেশা ছবি আঁকার প্রতি। মায়ের কাছ থেকে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। এরপর একে একে একাধিক গুরুর কাছ থেকে নিয়েছেন তালিমও। তবে তাঁর জীবনের প্রায় ২৫ টা বছর তিনি তসরের উপর বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলার কাজ করেছেন। পেশাগতভাবেই তসরের উপর ছবি এঁকে জীবিকা নির্বাহ করতেন। ওড়িশার ভুবনেশ্বরে থেকে শিল্পী এই কাজ করতেন।
advertisement
বর্তমানে ৭০ ছুঁয়েছে তাঁর বয়স। সেই অর্থে কর্মক্ষমতা নেই দুই হাতে। চোখের দৃষ্টিও ঝাপসা। তবে এখনও কোনওভাবে চালিয়ে রেখেছেন তাঁর এই অঙ্কন প্রচেষ্টাকে। সপ্তাহে বাড়িতে বেশকিছু ছেলে-মেয়েদের ছবি আঁকা সেখান। তবে বয়সের ভারে আর পারেন না তসরের উপর সূক্ষ অঙ্কনের কাজ করতে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত, তসর কাপড়ের উপর বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে আঁকা হত নানান ছবি। কখনও বিভিন্ন ট্রাইবাল আর্ট আবার কখনও নানান মাইকোলজিক্যাল বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হতো কাপড়ের উপর। ইতিমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে নানান স্বীকৃতি। তবে জীবনের সত্তরটি বছর কাটিয়ে এখনও আক্ষেপ শিল্পীর। তসরের উপর অঙ্কন করতে না পেরে সারাদিন বেশ মনোকষ্টে ভোগেন।
রঞ্জন চন্দ