আরও পড়ুন: স্কুলের বাগানে আনাজ চাষ শুরু হতেই বেড়েছে মিড-ডে মিল খাওয়ার আগ্রহ
তামার তারেরও বহুবিধ ব্যাবহার রয়েছে। তামা হল বিদ্যুতের সবচেয়ে কার্যকর পরিবাহী। এটির ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, নমনীয়তাকে কাজে লাগিয়ে বিদ্যুতের বিভিন্ন ধরনের তার তৈরিতে ব্যবহার করা হয়। এগুলোর বাইরেও তামার তারের আরেক অন্য রকমের ব্যবহার আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর থেকে কিছু দূরে রয়েছে সোনাঝুরির হাট। সপ্তাহের শনি এবং রবিবার বড় হাট বসে এখানে। প্রায় ২০ বছর আগে শান্তিনিকেতনের পাশে বন দফতরের জমিতে এই হাট চালু হয়েছিল নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে। এখন সেই সোনাঝুরি হাটের কথা গোটা বিশ্ব জানে।
advertisement
মানুষের ভিড়ের চাপে সাপ্তাহিক সোনাঝুরি হাট এখন রোজের হয়ে উঠেছে। সরকারিভাবে কিছু চালা তৈরি করা হয়েছে, রয়েছে নিরাপত্তার ব্যবস্থাও। তবে শান্তিনিকেতনকে এড়িয়ে পর্যটকদের শুধু এই হাট দেখা এবং ঘোরার প্রবণতা অবাক করে দিচ্ছে স্থানীয়দের। আর এই মেলার মধ্যেই পাওয়া যাচ্ছে শুষ্ক তামার তার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ছবি। হ্যাঁ ঠিকই পড়ছেন, তামার তার দিয়ে তৈরি হচ্ছে ছবি!
শিল্পী পার্থ মণ্ডল জানান, দীর্ঘ প্রায় ১৩ থেকে ১৪ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। একটি কাপড়ের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে ছবি এঁকে সেই ছবির উপরে ছুঁচ এবং তামার তার দিয়ে সুন্দর করে বুনে ফেলছেন বিভিন্ন ধরনের ছবি। রবীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় তাঁর কাছে। আর সেটাও পুরো তামার তৈরি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখানকার বিশেষ আকর্ষণ হল আপনার নিজের প্রিয়জনের কোনওছবি নিয়ে এই দোকানে এলেই সেই ছবি কাপড়ের মধ্যে পেন্সিল দিয়ে এঁকে তার ওপর সুন্দরভাবে তামার কারুকার্য করা হয়। ২২০ টাকা থেকে শুরু করে ৩০০, ৪০০, ৫০০ টাকা পর্যন্ত দাম রয়েছে প্রত্যেকটি জিনিসের। তবে দাম যেমনই হোক না কেন সোনাঝুরির হাটে গিয়ে এই জিনিসটি কিনে আপনার বাড়িতে নিয়ে এলে সেই জিনিসটি হতে পারে আপনার বাড়ির অন্যতম আকর্ষণ।
সৌভিক রায়