আরও পড়ুন: বনকর্মীকে শুঁড়ে জড়িয়ে আছাড় মত্ত হাতির! জয়ন্তীতে বন্ধ রাখা হল জঙ্গল সাফারি
সন্দেশখালির বেড়মজুর পেল নতুন কাঠের সেতু। বসিরহাট মহকুমার সন্দেশখালি-২ ব্লকের বেড়মজুরে দীর্ঘদিন ধরে প্রাণ হাতে নিয়ে ভগ্নপ্রায় সাঁকো পার হতে হচ্ছিল গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়েদেরও মারাত্মক ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্রমশাই ক্ষোভ বাড়ছিল এলাকার মানুষের। এদিকে শাসকদলের স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে রীতিমত উত্তাল সন্দেশখালি। এখানকার যাবতীয় অশান্তির কেন্দ্রবিন্দুতে আছে এই বেড়মজুর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামবাসীরা জানিয়েছেন, আগে বহুবার স্থায়ী সাঁকো তৈরি করার দাবি জানালেও পঞ্চায়েত কাম দেয়নি। কিন্তু আন্দোলন শুরুর পর প্রশাসন তাঁদের অভাব অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে। শেষে প্রশাসনিক কর্তারা আশ্বাস দিলেন ২০ দিনের মধ্যে বেড়মজুরে স্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে।
জুলফিকার মোল্লা