রানাঘাটের বাসিন্দা পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: তিন বছর পর ২ বাঙালির এভারেস্ট জয়! শৃঙ্গ জয় করেই অসুস্থ রুম্পা, অবস্থা আশঙ্কাজনক
advertisement
প্রসঙ্গত, এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। এদিন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রূম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ, রুম্পা দাস ক্যাম্প ৪-এ রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Everest: এখনও আটকে হিলারি স্টেপেই! এভারেস্ট জয়ী সুব্রতর দেহ কেন উদ্ধার হল না এখনও?