TRENDING:

অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাংলার মেয়ে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকদিন মেয়ের সঙ্গে দেখা নেই মায়ের। মেয়ে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে মঙ্গলবার বিকালে বাড়ি ফিরল। অভাবের সংসারে মেয়ের সাফল্যে গর্বিত মা। লক্ষী ঘোষ। রাজ্য পুলিশের এই কর্মী রাশিয়ার এলব্রুস পর্বত জয় করছেন দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে। ২০১২ সালে এন সি সির সুবাদে পুরুলিয়া গিয়ে প্রথম পাহার দেখা। রক ক্লাইম্বিং আর পাহারের প্রেমে পড়া সেই। এক দিকে অনটন অন্য দিকে পাহারের প্রতি অদম্য ভালবাসা। তাকে এই সাফল্য এনে দিয়েছে।
advertisement

তার ক্লাব বীজপুরে পাইওনিয়র এর দাদাদের অর্থ সাহায্যে পৌঁছাতে পেরেছেন রাশিয়ায়। তাদের সাহস আর সহযোগিতা সামটের সাফল্য নিয়ে ফিরেছে দেশে। বাড়ি ফিরে এখন একটা টানা ঘুম দিতে চান তিনি। টিনের চালের ঘরে আবার কোন এক শৃঙ্গ জয়ের স্বপ্ন বুনতে চান তিনি। রাশিয়ার এলব্রুস জয়ের থেকেও সে দেশের মানুষকে নিজের কথা বোঝানো বড়ই জটিল। বাড়ি ফিরে সেই কথাই বলছে লক্ষী সকলকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাংলার মেয়ে