পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মেটেল যমুনার বাসিন্দা ভবেশ প্রামাণিক। চিকিৎসার জন্য শাশুড়িকে নিয়ে পাশের রাজ্য ওড়িশার কটকে গিয়েছিলেন। সেখানে তিনি বাংলায় কথা বলায় স্থানীয়রা বেধডক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় ওড়িশার স্থানীয় পুলিশের বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে। ওই যুবকের দাবি, থানায় আটকে রেখে ৫-৬ দিন বেধড়ক মারধর করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: টানা বৃষ্টির মধ্যেই সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি! কবে পর্যন্ত বৃষ্টি চলবে জেনে নিন
লাগাতার মারধরের কারণে রীতিমত অসুস্থ হয়ে পড়েন ভবেশ প্রামাণিক। কোনরকমে প্রাণ হাতে নিয়ে রাজ্যে ফিরে আসেন। তাঁর গায়ে মার ধরে চিহ্ন স্পষ্ট। ওই যুবকের প্রতিবেশী রঘুনাথ বাবু জানিয়েছেন, ওর উপর যেভাবে অত্যাচার হয়েছে তাতে যদি পালিয়ে আসতে না পারত তাহলে প্রাণটাই চলে যেত। ছেলেটা রাজ্যে চলে আসায় বেঁচে গিয়েছে।
আরও পড়ুন: স্কুল থেকে ফিরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু
ঘটনা হল, গত কয়েক মাসে বাংলা ভাষায় কথা বলায় গুজরাট, হরিয়ানা, দিল্লি, ওড়িশার মতো একের পর এক বিজেপির শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্থা, নিগ্রহ, এমনকি থানায় আটকে রাখার মত একের পর এক ঘটনা সামনে উঠে এসেছে। এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলার বুকে বাঙালি ও বাংলা ভাষায় ইস্যু অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।