TRENDING:

Bengali Heritage: ট্রলির সঙ্গে অসম লড়াইয়ে টিনের ট্রাঙ্ক

Last Updated:

আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যাচ্ছে টিনের ট্রাঙ্ক ও টিনের সুটকেস। বাজারে এসে গিয়েছে অত্যাধুনিক স্টিল ও প্লাইউডের আলমারি, ফাইবার বা কাপড়ের হাল্কা ট্রলি ব্যাগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গ্রাম বাংলাতে একটা সময় তৈরি হত টিনের ট্রাঙ্ক। কিন্তু বর্তমানে সময় বদলেছে। এসেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু বাড়ির ওয়াড্রোবের যুগেও পুরোপুরি হারিয়ে যায়নি টিনের ট্রাঙ্ক। মুর্শিদাবাদ জেলার একমাত্র কান্দি শহরের লোহাপট্টিতে তৈরি হয় এই টিনের ট্রাঙ্ক। এখনও অনেক মানুষ আসেন খোঁজ নিতে। বাড়ির পোশাক, জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করে থাকেন গ্রাম বাংলার মানুষ।
advertisement

আরও পড়ুন: কোভিডের ধাক্কা কাটাল হাতি-গন্ডার, জলদাপাড়ায় খুশির ভিড়

তবে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যাচ্ছে টিনের ট্রাঙ্ক ও টিনের সুটকেস। বাজারে এসে গিয়েছে অত্যাধুনিক স্টিল ও প্লাইউডের আলমারি, ফাইবার বা কাপড়ের হাল্কা ট্রলি ব্যাগ। সেইসঙ্গে ট্রলি ব্যাগে লাগানো থাকছে চাকা। ফলে, পরিবহণযোগ্য হওয়ায় ফাইবারের সুটকেসের ট্রলি ব্যাগের চাহিদা বাড়ছে। তুলনায় অনেকটাই কমছে টিনের ট্রাঙ্কের বাজার। বিক্রি কমে যাওয়ায় চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে মুর্শিদাবাদের কান্দি শহরের লোহাপট্টির টিনের বাক্স তৈরির কারিগররা। তবুও সংসার চালাতে পুরনো পেশাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছেন সেখানকার ট্রাঙ্ক ও সুটকেসের কারিগরেরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কলকাতা থেকে টিনের শিট আনিয়ে তৈরি হয় এই ট্রাঙ্ক। দিনে কিছু সংখ্যক ট্রাঙ্ক বিক্রি করে তা দিয়েই কোনোরকমে চলে সংসার। আগে বিক্রি হত দিনে ১২ থেকে ১৪টি টিনের ট্রাঙ্ক, সেখানে এখন প্রতিদিন বিক্রি হচ্ছে একটি থেকে বড়জোর দু’টি। ফলে কারিগররা ট্রাঙ্ক তৈরির অর্ডার পাচ্ছেন কম। উৎপাদন কম, তাই রোজগারও কমেছে কারিগরদের। আগে যেখানে সারা দিনে ১২ ঘণ্টা পরিশ্রম করে পাঁচ থেকে ছ’শো টাকা রোজগার হত, এখন সেটা এসে দাঁড়িয়েছে মাত্র ২০০ থেকে ২৫০ টাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Heritage: ট্রলির সঙ্গে অসম লড়াইয়ে টিনের ট্রাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল