আরও পড়ুন: গাছ পাকা তেঁতুল খেতে গিয়ে চলে গেল প্রাণ!
তবে চিরাচরিত খাদ্য মেলা বা বই মেলা নয়, এই শীতকালে এবার জেলায় বসেছে ‘প্রাণের মেলা’-এর আসর। শীতকাল মানেই মাথায় আসে খাদ্য মেলা। এর সঙ্গে ফুলের মেলা, সঙ্গে হস্তশিল্প মেলা। এবার মেলার আনন্দ উপভোগ করতে স্কুলের প্রাঙ্গনে আয়োজিত হল পড়ুয়াদের প্রাণের মেলা। মোমো, কফি, ঘুগনি, চা থেকে শুরু করে বই-খাতা, পড়ুয়াদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে পসরা বসল সিউড়ির কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে।
advertisement
এই প্রাণীর মেলা জুড়ে পসরা সাজাল পড়ুয়ারাই। প্রথমবার এই স্কুল প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলে মেলা। এই মেলায় অংশগ্রহণ করে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা। বীরভূমের বিভিন্ন নদ-নদীর নামানুসারে বিভিন্ন খাবারের স্টলের নামকরণ করা হয়। স্কুলের শিক্ষকরা জানান, স্কুলছুটের সংখ্যা কমাতেএই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা থেকে উপার্জিত অর্থ স্কুলের উন্নয়ন তহবিলে জমা থাকবে বলেও জানান স্কুল কর্তৃপক্ষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বইখাতার পাশাপাশি এই মেলায় বিজ্ঞানের মডেল, পুষ্প প্রদর্শনী, মাশরুম চাষের পদ্ধতি, ভেষজ উদ্ভিদের সমাহার ইত্যাদির আয়োজন করা হয়। গ্রামের মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং তার সাথে অভিভাবক এবং অভিভাবকদের আত্মীয়স্বজনের ভিড় উপচে পড়ে। সবমিলিয়ে প্রথম বছরই প্রাণের মেলা জমে ওঠে।
সৌভিক রায়