আরও পড়ুন: পর পর মাটির দেওয়াল চাপা পরে মৃত্যু ভয় ধরাচ্ছে অন্য বাসিন্দাদের
এমনিতেই চলতি বছরে একটি কোটালে মৌসুনি বিপর্যস্ত হয়ে পড়েছিল।সেখানে বাঁধের অবস্থাও ভাল নয়। এমন কথা জানিয়েছেন স্বপন কয়াল, আরতি দোলুই-এর মত স্থানীয় বাসিন্দারা।বেশ কয়েকবছর ধরে পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছিল মৌসুনি দ্বীপ। তবে সেই পর্যটনকেন্দ্রের উপর আসা বিপদ নিয়ে চিন্তিত সকলেই। বর্তমানে বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এখন এই পর্যটন কেন্দ্রে ৬২টি কটেজ রয়েছে। মৌসুনী দ্বীপের এক দিকে রয়েছে চিনাই নদী, এক দিকে রয়েছে মুড়িগঙ্গা নদী এবং আর এক দিকে বঙ্গোপসাগর। এই এলাকায় নদীর গতিপ্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। ফলে চিন্তায় রয়েছেন অনেকেই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক