পারিবারিক কলহের জন্যই আত্মঘাতী হয়েছেন তমলুক থানার চকগড়ুপোতা এলাকার বাসিন্দা ওই বিজেপি কর্মী, এমনই দাবি স্থানীয়দের। মৃত বিজেপি কর্মীর নাম জন্মেঞ্জয় (লালু) গাঁতাইত। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন লালু।
আরও পড়ুন: লালবাজার ভেবেই মুখ্যমন্ত্রীর বাড়িতে! পুলিশের কাছে কী দাবি করল হাসনাবাদের যুবক?
advertisement
শেষমেশ শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে বচসায় জড়িয়ে পড়ে বোতল ভেঙে সে পেটে ঢুকিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে ও পরে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: অবসর নেবে হাজার হাজার বাস-ট্যাক্সি, গণপরিবহণের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাজ্য
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই খেজুরি থানারই বালিচক গ্রামের এক বিজেপি কর্মীও আত্মহত্যা করেছিলেন বলে দাবি স্থানীয়দের। তাঁর নাম দেবাশিস মান্না। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বাড়ির কাছেই গাছে বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় গাছে দেবাশিসের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ফাঁস লাগানো ছিল গলায়! কীভাবে মৃত্যু? ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকেরা। তবে, এবার জন্মেঞ্জয়ের ক্ষেত্রে আত্মহত্যার তত্ত্বই প্রকাশ্যে এসেছে।