TRENDING:

Bengal BJP: এ কী হল! শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ ধ্বনি তৃণমূল নেতার! পর মুহূর্তেই যা ঘটল! কোন তৃণমূল নেতা জানেন? অবিশ্বাস্য

Last Updated:

Bengal BJP: নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলা নিয়ে অবশ্য সাফাই দিয়েছেন তৃণমূল নেতা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোন তৃণমূল নেতা জানেন?
কোন তৃণমূল নেতা জানেন?
advertisement

নন্দীগ্রাম: নন্দীগ্রামের তৃণমূল নেতার মুখে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ ধ্বনি! নন্দীগ্রামে দলের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বললেন তৃণমূল নেতা। যা ঘিরে জোর হইচই নন্দীগ্রামের রাজনৈতিক মহলে!

advertisement

নন্দীগ্রামের বিরুলিয়ায় আজ দলের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তৃণমূল নেতা মহাদেব বাগ বক্তব্যের শেষ পর্বে বলেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ

আরও পড়ুন: ডিএ মামলায় কী এমন হল সুপ্রিম কোর্টে! ‘খেলা’ সেই ঘোরালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল! আর কত অপেক্ষা?

advertisement

যা শুনে সভায় হাজির তৃণমূল নেতা কর্মীরা হইচই শুরু করলে ভুল বুঝতে পেরে ফের মাইক্রোফোন হাতে নিয়ে তৃণমূলের জেলা সভাপতি মহাদেব বাগ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ!

নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলা নিয়ে অবশ্য সাফাই দিয়েছেন তৃণমূল নেতা! বলেন, “ভুল করে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে ফেলেছি। ভুল বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে দিয়েছিশুভেন্দুর সঙ্গে আমার কোনও রকম কোনও যোগাযোগ নেই!” তৃণমূল নেতার গলায় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিনন্দীগ্রাম বিজেপি নেতা প্রলয় পাল বলেন, “মহাদেব বাগ ভুল বলেনিশুভেন্দু অধিকারীর নুন খেয়েছেন, তাই তাঁর গুণ গেয়েছেন। এরকম অনেক নেতাই রাতের বেলা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলে!”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal BJP: এ কী হল! শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ ধ্বনি তৃণমূল নেতার! পর মুহূর্তেই যা ঘটল! কোন তৃণমূল নেতা জানেন? অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল