TRENDING:

শ্রীরামপুরে নির্বিঘ্নে কর্মী সম্মেলন সারলেন সুকান্ত, স্লোগানের মাধ্যমে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খুল্লম খুল্লা হুঁশিয়ারি

Last Updated:

কল্যাণের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শনিবারই এবার কল্যাণগড়ে সুকান্ত। শুধু যে বাইক ব়্যালি করে সুকান্ত দাপট দেখালেন এমনটা নয়, শ্রীরামপুরের বৈদ্যবাটিতে কর্মী সম্মেলনও করলেন সুকান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: “ওই দু’চারটে সুকান্ত…হাওয়া দিয়ে উড়ে যাবে। আয় না একবার বক্তৃতা দিতে এখানে, তারপর তুই ঘরে ফিরিস কীভাবে দেখব।” একদিনই কার্যত এ ভাষাতেই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের অন্ত নেই। সুর চড়াচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সম্প্রতি সুকান্ত বলেন, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনওরকম অশান্তি হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, চলবে গুলিও। এতেই ফুঁসে ওঠেন কল্যাণ। পাল্টা বাংলার ভোটারদের ‘হুমকি’ দেওয়ার জন্য তিনি সুকান্তকে কাঠগড়ায় তোলেন শ্রীরামপুরের সাংসদ।
শ্রীরামপুরে নির্বিঘ্নে কর্মী সম্মেলন  সারলেন সুকান্ত; হুঁশিয়ারি দিলেন আয় কল্যান দেখে যা বিজেপির ক্ষমতা স্লোগানে
শ্রীরামপুরে নির্বিঘ্নে কর্মী সম্মেলন  সারলেন সুকান্ত; হুঁশিয়ারি দিলেন আয় কল্যান দেখে যা বিজেপির ক্ষমতা স্লোগানে
advertisement

একই সঙ্গে সুকান্তকে নিজের নির্বাচনী এলাকায় আসার জন্য চ্যালেঞ্জ জানান।কল্যাণ বলেন, ‘নির্বাচন কমিশন শুধু একজন ভোটারকে তালিকা থেকে বাদ দিক, তারপর দেখুন কী হয়। আমরা সব কিছু অচল করে দেব। ওই ছেলেটা যে মন্ত্রী হয়েছে, তাকে বলুন সিআইএসএফের গুলি তাদের লাগবে। সাহস থাকলে শ্রীরামপুরে আসুন। দেখি কীভাবে বাড়ি ফেরেন।’

আরও পড়ুন Mamata Banerjee Letter to Narendra Modi: ভোটের আগে পাহাড়ে নতুন সমীকরণ, কাকে গুরুদায়িত্ব দিল কেন্দ্র? প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার

advertisement

সুকান্ত মজুমদার রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি, বর্তমানে তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং সাংসদ। তাঁকে ‘তুই তোকারি’ করে কল্যাণ সম্বোধন করায় জোর বিতর্ক তৈরি হয়। এদিকে কল্যাণের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শনিবারই এবার কল্যাণগড়ে সুকান্ত। শুধু যে বাইক ব়্যালি করে সুকান্ত দাপট দেখালেন এমনটা নয়, শ্রীরামপুরের বৈদ্যবাটিতে কর্মী সম্মেলনও করলেন সুকান্ত।

advertisement

এদিন শ্রীরামপুরের দাঁড়িয়ে SIR ইস্যুতে তৃণমূলকে তোপ দাগেন সুকান্ত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রাণ রয়েছে SIR-এর মধ্যে। ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই’, বলে স্পষ্ট বার্তা দেন সুকান্ত। সুকান্ত বলেন, ‘ আগুনকে ভয় পাই না। পুলিশ না থাকলে ১৫ মিনিটে তৃণমূলের সব অফিস বন্ধ হয়ে যাবে। ক্ষমতা থাকলে পুলিশ সরিয়ে এসো, দেখব কার কত ক্ষমতা।’ ছাব্বিশে বিজেপিই আসছে ক্ষমতায়, বলেও এদিন হুঙ্কার করেন সুকান্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হুঙ্কারের সুরে সাংসদ বলেন, ‘কল্য়াণদা যদি খেলতে ডাকে তাহলে আমি কর্মীদের বলে দিচ্ছি ভাল করে খেলুন।’ যদিও সুকান্ত স্পষ্ট করেন, ‘আমাদের খেলতে ডাকলে আমরা খেলব। আমি খেলতে খুব ভালবাসি। কল্যাণদা কী খেলতে চায় সেটাই খেলব। চ্যালেঞ্জ আমি আগেই গ্রহণ করেছি। আমি তো শ্রীরামপুরেই দাঁড়িয়ে আছি। যে চ্যালেঞ্জ করেছিল সে ছুঁ কিতকিত করতে করতে ফুঁস হয়ে গিয়েছে।’ আর সবশেষে কল্যাণবাবুকে ‘মিষ্টি’ আমন্ত্রণ জানিয়ে সুকান্ত বলেন, ‘আপনি বালুরঘাটে আসুন, আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাবেন’। এভাবে তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ গ্রহণ করে কল্যাণগড়ে সুকান্তর যাত্রা বিজেপির ‘শক্তি প্রদর্শনে’র উদাহরণই বলছে রাজনৈতিক মহল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্রীরামপুরে নির্বিঘ্নে কর্মী সম্মেলন সারলেন সুকান্ত, স্লোগানের মাধ্যমে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খুল্লম খুল্লা হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল