এবার পঞ্চায়েত ভোটে কুলপী পঞ্চায়েত সমিতির আসনে রামনগর গাজীপুরে বিজেপির বিরুদ্ধেই জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন নবেন্দু সুন্দর নস্কর। তাঁকেই এবার মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছে রাজ্য বিজেপি। জেলা সভাপতি বদলের তালিকায় নাম রয়েছে নবেন্দু সুন্দর নস্করের। রবিবার নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশের পর যা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলার কর্মীরা।
advertisement
আরও পড়ুন : মটন-চিকেন না…! ‘নিরামিষ থালির’ দাম বাড়ল হুড়মুড়িয়ে! মধ্যবিত্তের পকেটে চরম টান
রাজ্য নেতাদের বড় অংশের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে খবর বিজেপি সূত্রের। নতুন জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। ঘটনাকে ঘিরে মথুরাপুর সাংগঠনিক জেলায় লোকসভা ভোটের আগে বিজেপির গোষ্ঠী কোন্দল আরও চরমসীমায় পৌঁছবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিজেপির একাংশের প্রশ্ন, যে ব্যক্তি পঞ্চায়েত ভোটে বিজেপিকে হারাতে উঠে পড়ে লাগলেন তাঁকেই বিজেপি জেলা সভাপতি কোন কারণে করা হল? নিজের দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার অপরাধে, পার্টি বিরোধী কাজের জন্য সংবিধানের ২৫ নম্বর ধারায় শোকজ করে বহিষ্কার করা উচিত বলে দলের একাংশের বক্তব্য। আর তা না করে দলের বিক্ষুব্ধকেই সাংগঠনিক জেলার মাথায় বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।
বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল কয়েকদিন আগেই শহরের রাজপথে নেমে আসে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সামনে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিকে প্রকাশ্যে কিল—চড় মারেন ওই জেলায় দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীদের একাংশ। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আলোড়ন পড়ে যায় গেরুয়া শিবিরে। মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে সমস্ত বুথ খরচের যে টাকা দলের তরফে পাঠানো হয়েছিল তার অর্ধেকের বেশি টাকাই জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য খরচ করেননি। জেলা সভাপতির বিরোধী ও বিক্ষুব্ধ গোষ্ঠীর কয়েকজনের অভিযোগ, সব টাকাই জেলা সভাপতি তাঁর পকেটে ঢুকিয়েছেন।
অভিযোগ, পঞ্চায়েতে প্রার্থী করতেও নাকি জেলা সভাপতি অনেকের কাছেই টাকা নিয়েছেন। এদিকে, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সদ্য পদ হারানো সভাপতি প্রদ্যুৎ বৈদ্যর দাবি, ‘কোনও অভিযোগ ছাড়াই পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে তাঁকে হেনস্থা করাই আক্রমণকারীদের মূল উদ্দেশ্য ছিল’। এদিকে সেই প্রদ্যুৎবাবুকে সরিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে দলের ‘বিক্ষুব্ধ’ হিসেবে পরিচিত নবেন্দু সুন্দর নস্করকে রাজ্য বিজেপি নেতৃত্ব মনোনিত করায় দলের অন্দরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী