TRENDING:

Bengal BJP: অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন বিজেপি নেতা! হাহাকার নেতার স্ত্রী ও বউ হারা যুবকের! বিজেপি নেতার অবশ্য অবিশ্বাস্য দাবি

Last Updated:

Bengal BJP: ছোট ছোট সন্তান ও স্ত্রীকে রেখে কীভাবে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে পারেন স্বামী? প্রশ্ন তুলেছেন মৌমিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

রঘুনাথগঞ্জ: পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে! স্বামীর বিরুদ্ধে বিজেপিরই এক গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতিতেঅভিযুক্ত ব্যক্তির নাম সোমনাথ দাসতিনি সুতি বিধানসভার তিন নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি। শুধু সোমনাথ দাসের স্ত্রীই নয়, স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় ছোট সন্তান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হতভাগ্য স্বামীও। যদিও তাকে কালিমালিপ্ত করতেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলেই মন্তব্য করেছেন বিজেপির মণ্ডল সভাপতি সোমনাথ দাস।

advertisement

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতির মহেসাইল -১ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য তথা মুরালিপুকুর গ্রামের মোড়ল পাড়ার গৃহবধু মৌমিতা দাসের অভিযোগ, বাড়িতে দুই সন্তান ও স্ত্রী রেখে প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়া করছিলেন তার স্বামী। মাস দুয়েক আগেই রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলাকে নিয়ে পালিয়ে গিয়েছেন। থানা থেকে শুরু করে সকলের কাছে বিচার চাইলেও সমাধান মেলেনি

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! ভেঙে গেল পৃথিবীর সবথেকে বড় আইসবার্গ! সাইজে লন্ডনের থেকেও বড়! কী হবে এবার জানেন? চমকে উঠবেন শুনে

তাকে অত্যাচারেরও অভিযোগ তুলেছেন মৌমিতা দাস। ছোট ছোট সন্তান ও স্ত্রীকে রেখে কীভাবে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে পারেন স্বামী? প্রশ্ন তুলেছেন মৌমিতা। এদিকে শুধু মৌমিতা দাস নয়, স্ত্রী হারিয়ে সোমনাথের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুরালিপুকুরের মোড়ল পাড়ার প্রতিবেশী যুবক ক্ষুদিরাম দাস ওরফে ভোলা। ক্ষুদিরাম দাসের অভিযোগ, গ্রামের মেম্বার থাকার সুবাদে সোমনাথের সঙ্গে যোগাযোগ হয়। ওর জন্য ভোটে আমরা খেটেছিলাম। কিন্তু এই সুযোগে সোমনাথের সঙ্গে তলে তলে সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী। ৬ বছরের সন্তানকে রেখে হঠাৎ পালিয়ে যায় সে। আমি ওকে আর গ্রহণ করব না। এই নিয়ে তৃতীয় বার পালিয়েছে আমার স্ত্রী। সন্তানের মুখ দেখে প্রথম দিকে গ্রহণ করলেও আমরা তাকে আর বাড়ি ঢুকতে দেব না বিজেপির মণ্ডল সভাপতির কীর্তি জানাজানি হতেই হইচই সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। নিন্দার ঝড় উঠেছে।

advertisement

এদিকে নিজের স্ত্রী এবং স্ত্রী হারানো যুবকের যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা তাকে ফাঁসানোর জন্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলেই মন্তব্য করেছেন বিজেপির সুতি বিধানসভার তিন নম্বর মণ্ডলের সভাপতি সোমনাথ দাস। রাজশ্রী নামে ওই মহিলা কোথায় আছেন, তাও তিনি জানেন না বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলেও ঘুরিয়ে তার স্ত্রীর বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ করে পাল্টা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি ভোলা নামে ওই যুবক তার স্ত্রীকে নির্যাতন করত, তাই তিনি শুধুমাত্র হেল্প করেছেন বলেই দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতির।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal BJP: অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন বিজেপি নেতা! হাহাকার নেতার স্ত্রী ও বউ হারা যুবকের! বিজেপি নেতার অবশ্য অবিশ্বাস্য দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল