বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে – ইন্দপুর বাংলা হয়ে – খাতড়া – মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
আরও পড়ুন: খরচ করে মেঘালয় যাওয়ার দরকার কি! কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে এক টুকরো মেঘালয়, গেলেই মাত
advertisement
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গরমের ছুটিতে বিকেল বিকেল চলে আসুন খাতড়া। ঘুরে দেখুন এই পাহাড়। তারপর বেরিয়ে পড়ুন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝরনা। চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
নীলাঞ্জন ব্যানার্জী





